খাস ডেস্ক: সারা দেশজুড়ে নারীর প্রতি যৌন নিগ্রহ ও ধর্ষণের একের পর এক ঘটনা সামনে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কের উন্নতির জন্যে বিদেশ সফর করছেন। এতে আদৌ দেশের কোনও উন্নতি হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা ভারতে অভ্যন্তরীণ পরিস্থিতিতে ঘোরতর অস্থিরতা তৈরি হয়েছে।
ভারতীয় বায়ুসেনাতে কর্মরত মহিলারা নিরাপদ নন। বায়ুসেনার এক ফ্লাইং অফিসার অফিসার অভিযোগ করেছেন উইং কমান্ডার তাঁকে ধর্ষণ করেছেন। বুধবার জম্মুকাশ্মীরের বুডগাম থানায় ওই মহিলা ফ্লাইং অফিসার সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে চাঞ্চল্য ছড়িয়েছে।
এব্যাপারে ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশি তদন্তে বায়ুসেনা সব ধরনের সহায়তা করবে। ওই ফ্লাইং অফিসারের অভিযোগ, কেবল ধর্ষণই নয়, তিনি লাগাতারভাবে যৌন নিগ্রহেরও শিকার হয়েছেন। একইসঙ্গে দিনের পর দিন তিনি মানসিক হেনস্থারও শিকার হয়েছেন।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই মহিলা অফিসার জানিয়েছেন, যৌন নিগ্রহের সূত্রপাত ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বায়ুসেনার বর্ষবরণের রাতের উৎসবের সময় থেকে। সেই রাতে যৌন হেনস্থার শিকার হন তিনি। এরপরও একইভাবে নির্যাতিত ওই ফ্লাইং অফিসার অভিযোগ করেছেন, অবিবাহিত অবস্থায় বায়ুসেনাতে যোগ দেওয়ার পরে যেভাবে ধর্ষণ ও যৌন হেনস্থার শিকার হয়েছেন, এধরনের ঘটনার সম্মুখীন হতে পারেন এ তার কল্পনাতীত ছিল বায়ুসেনাতে যোগ দেওয়ার আগে।
বুধবার পুলিশের অভিযোগ দায়ের করার আগে তিনি বায়ুসেনা কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, তিনি বায়ুসেনা কর্তৃপক্ষের কাছে ঘটনা সম্পর্কে জানালেও এযাবৎ তাঁর স্বাস্থ্যপরীক্ষা পর্যন্ত করা হয়নি। বায়ুসেনার অভ্যন্তরীণ কমিটির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। নির্যাতিতা ওই ফ্লাইং অফিসার জানিয়েছেন, তিনি লাগাতারভাবে হেনস্থার শি্কার হওয়ার পরে তাঁর মাথায় আত্মহননের কুচিন্তা ঘুরপাক খাচ্ছে। তাঁর সামাজিক জীবন ব্যাপক ক্ষতিগ্রস্ত।