27 C
Kolkata
Wednesday, October 9, 2024
Home জাতীয় খবর বায়ুসেনার তরুণী ফ্লাইং অফিসার পুলিশে দায়ের করলেন ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় উইং কমান্ডার

বায়ুসেনার তরুণী ফ্লাইং অফিসার পুলিশে দায়ের করলেন ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় উইং কমান্ডার

খাস ডেস্ক:  সারা দেশজুড়ে নারীর প্রতি যৌন নিগ্রহ ও ধর্ষণের একের পর এক ঘটনা সামনে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কের উন্নতির জন্যে বিদেশ সফর করছেন। এতে আদৌ দেশের কোনও উন্নতি হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা ভারতে অভ্যন্তরীণ পরিস্থিতিতে ঘোরতর অস্থিরতা তৈরি হয়েছে।

- Advertisement -

ভারতীয় বায়ুসেনাতে কর্মরত মহিলারা নিরাপদ নন। বায়ুসেনার এক ফ্লাইং অফিসার অফিসার অভিযোগ করেছেন উইং কমান্ডার তাঁকে ধর্ষণ করেছেন। বুধবার জম্মুকাশ্মীরের বুডগাম থানায় ওই মহিলা ফ্লাইং অফিসার সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে চাঞ্চল্য ছড়িয়েছে।

এব্যাপারে ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশি তদন্তে বায়ুসেনা সব ধরনের সহায়তা করবে। ওই ফ্লাইং অফিসারের অভিযোগ, কেবল ধর্ষণই নয়, তিনি লাগাতারভাবে যৌন নিগ্রহেরও শিকার হয়েছেন। একইসঙ্গে দিনের পর দিন তিনি মানসিক হেনস্থারও শিকার হয়েছেন।

- Advertisement -

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই মহিলা অফিসার জানিয়েছেন, যৌন নিগ্রহের সূত্রপাত ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বায়ুসেনার বর্ষবরণের রাতের উৎসবের সময় থেকে। সেই রাতে যৌন হেনস্থার শিকার হন তিনি। এরপরও একইভাবে নির্যাতিত ওই ফ্লাইং অফিসার অভিযোগ করেছেন, অবিবাহিত অবস্থায় বায়ুসেনাতে যোগ দেওয়ার পরে যেভাবে ধর্ষণ ও যৌন হেনস্থার শিকার হয়েছেন, এধরনের ঘটনার সম্মুখীন হতে পারেন এ তার কল্পনাতীত ছিল বায়ুসেনাতে যোগ দেওয়ার আগে।

বুধবার পুলিশের অভিযোগ দায়ের করার আগে তিনি বায়ুসেনা কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, তিনি বায়ুসেনা কর্তৃপক্ষের কাছে ঘটনা সম্পর্কে জানালেও এযাবৎ তাঁর স্বাস্থ্যপরীক্ষা পর্যন্ত করা হয়নি। বায়ুসেনার অভ্যন্তরীণ কমিটির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। নির্যাতিতা ওই ফ্লাইং অফিসার জানিয়েছেন, তিনি লাগাতারভাবে হেনস্থার শি্কার হওয়ার পরে তাঁর মাথায় আত্মহননের কুচিন্তা ঘুরপাক খাচ্ছে। তাঁর সামাজিক জীবন ব্যাপক ক্ষতিগ্রস্ত।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

“কিছুই জানি না, আমি কিছু করিনি হুজুর”, চার্জশিটের প্রতিলিপি পড়ে আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয়ের প্রতিক্রিয়া

খাসডেস্ক:  সোমবার আরজি কর (R G KAR) ঘটনার ৫৮ দিনের মাথায় কোর্টে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হল আরজি...

‘অপ্রত্যাশিত ফল, মানা সম্ভব নয়’, হরিয়ানা ভোটের রেজাল্ট নিয়ে মন্তব্য কংগ্রেসের

খাসডেস্ক: অপ্রত্যাশিত ফল। পার্টি ভোটের এই ফল মানছে না। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা কংগ্রেসের (CONGRESS) । গণনার শুরুর কিছু পরে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনকে চিঠি...

পুজোয় চুলের-ত্বকের জেল্লা বাড়াতে, জেনে নিন ডিমের ব্যবহার

কলকাতা: ত্বক এবং চুলের যত্নে ডিমের জুরি মেলা ভার। তাই ত্বকের যত্ন নিতে ডিম এক অন্যতম ভূমিকা গ্রহণ করে। ডিমের কুসুম থেকে শুরু করে...

৭ বছর পর ফিরে এল টি-২০’র থেকেও ধামাকাদার ক্রিকেট, বিশ্বজয়ের লড়াইয়ে ভারতও

স্পোর্টস ডেস্ক: ৭ বছর পর আবারও শুরু হতে চলেছে হংকং ক্রিকেট সিক্সেস (Hong Kong Cricket Sixes)। আর ১২ বছর পর সেখানে আবারও দেখা যাবে...