আমি দলীয় হাইকমান্ডের সংস্কৃতি পরিবর্তন করব, মনোনয়ন জমা দিয়ে বললেন থারুর

0
15

নয়াদিল্লি: কংগ্রেসের সভাপতি নির্বাচনে লড়াই করার জন্য আজ শুক্রবার মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কংগ্রেস সাংসদ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন,ভালো ব্যক্তিদের কংগ্রেস ত্যাগ থেকে আটকানো দরকার। শুধু এই কথাই নয় থারুর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্যও করেছেন। দলীয় হাইকমান্ডের সংস্কৃতি পরিবর্তন করবেন বলেও এদিন জানিয়েছেন থারুর।

সভাপতি নির্বাচনের অংশগ্রহণ নিয়ে বিশৃঙ্খলার নিয়েই এদিন মুখ খুলেছেন থারুর। সভাপতির জন্য মনোনয়ন জমা দেওয়ার ঠিক পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দলের প্রধান হিসাবে কংগ্রেসের জন্য তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেন, “আমি দলীয় হাইকমান্ডের সংস্কৃতি পরিবর্তন করব।” “দিল্লি পর্যন্ত জিনিসগুলিকে ক্রমাগত উল্লেখ করার” অভ্যাসটিকে একটি সমস্যা হিসাবে চিহ্নিত করে কংগ্রেস সাংসদ বলেছিলেন, কংগ্রেস সভাপতি সিদ্ধান্ত নেবেন বলে পার্টি কাউকে এক বাক্যে প্রস্তাব পাস করতে পারে না। থারুর আরও বলেছেন, যদি তিনি কংগ্রেস সভাপতি হিসাবে নির্বাচিত হন তবে তিনি নতুন দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতি নিয়ে আসবেন।

- Advertisement -

আরও পড়ুন- ভোটার তালিকায় ‘বেনিয়ম’ করা হয়েছে, অভিযোগ রাজ্যের বিরোধীনেতার

উল্লেখ্য, শশী থারুরের সঙ্গেই কংগ্রেসের শীর্ষ পদের জন্য লড়াই করছেন মল্লিকার্জুন খাড়গে। শেষ মুহূর্তে হয়েছে নাটকীয় পরিবর্তন। দিগ্বিজয় সিং লড়বেন বলে ঠিক থাকেল অবশেষে শুক্রবার দুপুরে মনোনয়ন জমা মল্লিকার্জুন খাড়গে। তবে এই লড়াই কোনও প্রতিদ্বন্দ্বীর মত হবে না বলেই জানিয়েছেন থারুর। শশী থারুর স্পষ্ট করেছেন যে মল্লিকার্জুনের সঙ্গে তার কোনও খারাপ সম্পর্ক নেই। খাড়গেকে “কংগ্রেসের ভীষ্ম পিতামহ” বলে অভিহিত করে তিনি  বলেছেন, “আমরা প্রতিদ্বন্দ্বী নই, আমরা সহকর্মী”। যদিও খাড়গেকেই বেশিরভাগ সিনিয়র নেতৃত্বের দ্বারা সমর্থন করা হয়েছে। এমনকি তিনি গান্ধী পরিবারের কাছের মানুষ বলেও উল্লেখ করা হয়েছে। এখন এটাই দেখার অপেক্ষা কংগ্রেসের শীর্ষ পদে কে বসেন থারুর নাকি খাড়গে। তবে যিনি নির্বাচিত হবেন তিনিই হবে দীর্ঘ ২৫ বছর পর গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেসের সভাপতি।