নয়া দিল্লি: ভারত এবার নিজের দেশে ৬ টি উন্নত মানের সাবমেরিন তৈরি করার প্রকল্প গ্রহণ করল। বিদেশি প্রযুক্তি কোম্পানির সঙ্গে পার্টনার্শিপে এই ‘পি-৭৫’ প্রকল্পটি সম্পন্ন করবে ভারত।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রক মাজাগাঁও ডকস লিমিটেড এবং বেসরকারী খাতের জায়ান্ট লারসেন এবং টুব্রোকে নিয়ে ৪৫,০০০ কোটি টাকার ক্রয় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রকল্পে তৃতীয় দর যা আদানী ডিফেন্স এবং রাষ্ট্রীয় মালিকানাধীন হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড ( এইচএসএল ) দ্বারা দেওয়া হয়েছিল, সেই যৌথ উদ্যোগ গঠনের পক্ষে ছাড়পত্র ছিল না।
নৌ-বাহিনী পাবলিক ও প্রাইভেট বিড গ্রহণ করার পরে প্রতিরক্ষা খাতের জন্য মেক ইন ইন্ডিয়া প্রকল্পের বিষয়ে লড়াই শুরু হয় এবং প্রতিরক্ষা উৎপাদক মন্ত্রক এই জাতীয় দল গঠনের বিষয়টি বিবেচনা করার ওপরে জোর দিয়েছিল।
এই দুই বৃহৎ পরিকল্পনার জন্য এগিয়ে যাওয়ার পথ সাফ করে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি) দুটি ভারতীয় সংস্থা এবং পাঁচটি বিদেশী প্রযুক্তির অংশীদারের মধ্যে পাঁচটি বিদেশী প্রযুক্তির সহযোগী বাছাই করেছে।
পরবর্তী সময়ে এই সাবমেরিনগুলির একটি জরুরি প্রয়োজন আছে। এই সাবমেরিনগুলিতে কয়েক সপ্তাহ ধরে ডুবে থাকার ক্ষমতা দেওয়ার জন্য এর সঙ্গে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন (এআইপি) প্রযুক্তি থাকবে।