পানাজি: বিগত কয়েকদিন ধরে দেশের বেশ কয়েকটি জায়গা থেকে ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসছে। গত বৃহস্পতিবার ময়নাগুড়ির দোমহানিতে লাইনচ্যুত হয়ে যায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। তাতেই একাধিক মানুষ প্রাণ হারান। তারপরেই শনিবারে পিলারে ধাক্কামারে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস। সেই ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই ফের লাইনচ্যুত হাওড়াগামী একটি এক্সপ্রেস ট্রেন। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
জানা গিয়েছে আজ মঙ্গলবার সকালে গোয়ার দুধসাগরের কাছে হাওড়াগামী একটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ট্রেনে থাকা সকল যাত্রী ও কর্মচারীরা নিরাপদে আছেন। ভাস্কো-দা-গামা হাওড়া অমরাবতী এক্সপ্রেস মঙ্গলবার সকাল ৮.৫৬ নাগাদ দুধসাগর এবং কারানজোলের মধ্যে (গোয়াতে) লাইনচ্যুত হয়। ভালো খবর এটাই যে এই ঘটনায় কোনো নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। রেলের আধিকারিকদের মতে, ট্রেনের পুরো রেকটি প্রভাবিত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন- ক্যাম্পাস চত্বরেই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে JNU
একটি অফিসিয়াল বিবৃতিতে, দক্ষিণ পশ্চিম রেলওয়ে জানিয়েছে যে ট্রেনটি ভাস্কো দা গামা থেকে সকাল ৬.৩০ মিনিট নাগাদ জাত্রা শুরু করেছিল এবং সকাল ৮.৫০ মিনিটে দুধসাগর অতিক্রম করেছিল। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনায় ত্রাণ পরিষেবাকারী ট্রেন (ART) এবং চিকিৎসা সরঞ্জাম ভ্যানটি সকাল ৯.৪৫ মিনিটে ক্যাসেল রক থেকে ছেড়ে যায় এবং ১০.৩৫ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যায়।
আরও পড়ুন- Punjab Election 2022: জল্পনার অবসান, পাঞ্জাবে AAP-র মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ভগবন্ত মান
ঘটনার পরেই হুবলি ডিআরএম অরবিন্দ মালখন্ডি সিনিয়র অফিসারদের ডিভিশনাল টিমের সঙ্গে স্ব-চালিত দুর্ঘটনায় ত্রাণ পরিষেবাকারী ট্রেনে করে ঘটনাস্থলে পৌঁছান। ট্রেনেড় সকল যাত্রী নিরাপদে রয়েছে বলেই জানানো হয়েছে। সেই সঙ্গে রেলের পক্ষ থেকে সকল যাত্রীদের জন্য জল ও হালকা খাবারের ব্যবস্থা কড়া হয়েছে। কি কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে।