
ভোপাল: উর্দু নামে ট্রাস্ট তৈরি করে স্থানীয় কৃষকদের কাছ থেকে কেনা হয়েছিল জমি। কিন্তু আদপে একটি হিন্দু দল মুসলিম (Muslim) নাম ব্যবহার করে ওই জমি হস্তগত করেছে বলে অভিযোগ। ২০০০ সাল নাগাদ মধ্যপ্রদেশের খারগোন শহরের পার্শ্ববর্তী এলাকায় প্রায় ২০০ একর অব্যবহৃত জমি নেয় “তানজিম-এ-জারখেজ” নামক একটি ট্রাস্ট।
আরও পড়ুন- বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল ২ পুলিশ কর্মীর
২০০৭ সালে ওই জমির উপর লাগানো ওই নামের বোর্ডটি পরিবর্তন করে “প্রফেসার পিসি মহাজন ফাউন্ডেশান” করে দেওয়া হয়। এই নিয়ে এলাকার বাসিন্দারা পুলিশি তদন্তের দাবি জানিয়েছে। সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, তাঁরা প্রতারিত বোধ করছেন। কেননা তাঁদেরকে বলা হয়েছিল, ওই জমিতে একটি মুসলিম কলোনি স্থাপন করা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, উর্দু নাম নিয়ে আসলে একটি হিন্দু গ্রুপ ওই জায়গা কিনেছে।
অন্যদিকে, “প্রফেসার পিসি মহাজন ফাউন্ডেশন”-এর ডিরেক্টর বলেন, “ভালো কাজের জন্য ওই জমি ব্যবহার করা হবে। ওখানে হাউজিং কমপ্লেক্স বানানোর পাশাপাশি একটি গৌশালা এবং পথের গরুদের থাকার জন্য একটি জায়গা তৈরি করা হবে। এই বিষয়ে পুলিশ ও আধিকারিকদের প্রশ্ন করা হলে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, বিজেপিও মৌন।
আরও পড়ুন- প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বচসা, আটক ২
বিজেপি সেক্রেটারি রজনীশ আগরওয়াল বলেন, “এই ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। ক্রেতা ও বিক্রেতার মধ্যে এই ঘটনা ঘটেছে। তাঁদের নিশ্চই কোনও অর্থনৈতিক উদ্দেশ্য রয়েছে”। কৃষকরা বলছেন, দুজন মুসলিম (Muslim) ব্যক্তি এসে তাঁদের কাছে জমি চেয়েছিলেন। মুসলিম কলোনি তৈরি করা হবে বলে তাঁরা জমি বিক্রি করেছিলেন। কিন্তু জমির সম্পূর্ণ দাম এখনও পর্যন্ত তাঁদেরকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।