নয়াদিল্লি: বাংলার মুকুটে ফের আরও এক পালক জুড়ল। দেশের সমস্ত রাজ্যকে পিছনে ফেলে আবার শীর্ষে উঠে এল মমতার বাংলা। এই স্থানে এতদিন ছিল যোগীর উত্তরপ্রদেশ। এবার গোবলয়কে হেলায় হারিয়ে শীর্ষস্থানে উঠে এল বাংলা। সম্প্রতি কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের প্রকাশিত তালিকায় এক নম্বরে বাংলা। ২০১৮–১৯ সালের হিসাবে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
২০১৮–১৯ সালে পশ্চিমবঙ্গে ২৯.৫৫ মিলিয়ন টন শাক–সবজি উৎপাদন হয়েছে। যেখানে গত বছর উৎপাদনের হার ছিল ২৭.৭০ মিলিয়ন টন। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশে শাক–সবজির উৎপাদন অনেকটাই কমে গিয়েছে গত বছরের তুলনায়। এই বছর যোগী রাজ্যে শাক–সবজির উৎপাদনের হার ২৭.৭১ মিলিয়ন টন, যা আগের বছর ছিল ২৮.৩২ মিলিয়ন টন। সারাদেশে যে পরিমান শাক–সবজি উৎপাদন করা হয়, তার ১৫.৯ শতাংশ উৎপাদন হয় পশ্চিমবঙ্গে। যেখানে উত্তরপ্রদেশ উৎপাদন করে ১৪.৯ শতাংশ।
এই তথ্য জানা গিয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের সরকারি হিসাবে। এমনকি চাষের জমি পরিমাণও বেড়েছে। ২০০৪–০৫ সালে যেখানে সারাদেশে ৬.৭৪ মিলিয়ন হেক্টর জমিতে চাষ করা হত৷ সেখানে ২০১৮–১৯ সালে চাষের জমির পরিমাণ বেড়ে হয়েছে ১০.১০ মিলিয়ন হেক্টর। প্রতি হেক্টরে ১৮.৪ টন উৎপাদন হয় বলে জানাচ্ছে কৃষিমন্ত্রক। সবদিক থেকে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্রত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদীর কৃষিমন্ত্রকের হিসেবে মমতার সোনার বাংলা গড়ার স্বপ্ন সফল হতে চলছে৷