28 C
Kolkata
Friday, October 4, 2024
Home জাতীয় খবর ২০ দিন ধরে নিখোঁজ হার্দিক প্যাটেল

২০ দিন ধরে নিখোঁজ হার্দিক প্যাটেল

গান্ধীনগর: তিন সপ্তাহ ধরে নিখোঁজ গুজরাতের লড়াকু নেতা হার্দিক প্যাটেল। পতিদার আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিজেপি সরকারের কুনজরে পড়েছিলেন তিনি। যাকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে নামে কংগ্রেস। গুজরাত কংগ্রেসের সেই লড়াকু নেতার কোনও খোঁজ মিলছে না প্রায় গত এক মাস ধরে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

- Advertisement -

হার্দিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের একটি মামলার কারণে গত মাসের ১৮ তারিখে হার্দিক প্যাটেলকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় থেকেই আর বাড়ি ফেরেননি হার্দিক। গ্রেফতারের দিন চারেক পরে জামিন পেয়ে গিয়ছিলেন তিনি। এরপরে তাঁকে ফের অন্য দু’টি মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। সেই দুই মামলাতেও ২৪ জানুয়ারি জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরেননি।

জামিন পেলেও আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল হার্দিক প্যাটেলের। কিন্তু তিনি তা করেননি। সেই কারণে চলতি মাসের সাত তারিখে ফের জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। নিয়মিত হার্দিএর খোঁজে বাড়িতে পুলিশ যাচ্ছ কিন্তু খোঁজ মিলছে না পতিয়ার আন্দোলনের প্রধান নেতাকে। যদিও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে দেখা গিয়েছে হার্দিককে। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি সরকার তাঁকে গ্রেফতার করতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি। একগুচ্ছ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আগাম জামিনের চেষ্টা চালাচ্ছেন হার্দিক।

- Advertisement -

এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন হার্দিকের স্ত্রী কিঞ্জল প্যাটেল। তিনি বলেছেন, “গত ২০ দিন ধরে আমার স্বামীর কোনও খোঁজ পাচ্ছি না। এই সরকার কিছুতেই চাইছে না যাতে হার্দিকের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ থাকুক।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “২০১৭ সালে রাজ্য সরকার বলেছিল পতিদার আন্দোলনের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু একমাত্র হার্দিককেই আক্রমণ করা হচ্ছে।” পতিদার আনোলনের অন্য দুই নেতা যারা বিজেপিতে যোগ দিয়েছে তাঁদের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশ্ন তুলেছেন কিঞ্জল।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

উত্তরবঙ্গে জারি ভারী বৃষ্টির সতর্কতা, জেনে নিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

কলকাতা: টানা কয়েকদিনের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে গিয়েছে একাধিক জেলা। শুক্রবার সকাল থেকে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও কোনও কোনও জায়গায় হালকা থেকে...

পুজোয় থাকছে না ভারী বৃষ্টির সতর্কতা, কি বলছে আবহাওয়া দফতর

কলকাতা: পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। তবে সেই সম্ভাবনা কমেছে এমনটাই জানিয়ে দিল আবহাওয়াবিদরা। আপাতত কলকাতা (Kolkata)-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও...

ডুরান্ডজয়ী নর্থ ইস্টের সামনে বদলা নয়, বদল চায় মোহনবাগান

শুভম দে, কলকাতা: গতবার দুবার সাক্ষাতেই উঃ পূর্বের দলটিকে হারিয়েছিল মোহনবাগান (Mohunbagan Super Giants)। কিন্তু এবার ছবিটা আলাদা গত মরশুমের ডুরান্ড কাপ ও আইএস‌এল লিগ...

খবর এই মুহূর্তে

পুজোর মুখে ২৩৮ কেজি গাজা উদ্ধার করল বোলপুর পুলিশ

খাসডেস্ক: পুজোর মুখে ২৩৮ কেজি গাজা উদ্ধার করল পুলিশ (police)। বোলপুর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার। বোলপুর সুরিপাড়া অন্নদাপল্লি এলাকার ঘটনা। অভিযান অব্যাহত থাকবে, জানা...

মলাট বদলে সরকারি স্কুলের খাতা বিতরণ বেসরকারি উদ্যোগে, অভিযোগ ঘিরে শোরগোল

মিলন পণ্ডা, পূর্ব মেদিনীপুর: একটি সাপ্তহিক সংবাদপত্রের ব্যানারে মঙ্গলবার সন্ধ্যায় কাঁথির কিশোরনগরে আয়োজন করা হয়েছিল একটি শারদ উৎসবের। সেখানে স্কুল পড়ুয়াদের জন্য বিতরণ করা...

রাহুল ও মোদীর দ্বৈরথে প্রচারের শেষদিনে সরগরম হরিয়ানা

খাস ডেস্ক:  আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভার ৯০টি আসনে নির্বাচন। ভোটগণনা আগামী ৮ অক্টোবর। হরিয়ানায় নির্বাচনী প্রচারের শেষদিনে বৃহস্পতিবার প্রচারে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

ইডির হাতে গ্রেফতার, অভিযুক্ত দিব্যি ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে, সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি

খাসডেস্ক : আর্থিক দুর্নীতি মামলায় কিছুদিন আগেই গ্রেফতার হয়েছিলেন। আপাতত তাঁর ইডির (ED) হেফাজতেই থাকার কথা। তিনি কিনা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্য রাস্তায়। হরিয়ানার...