গুয়াহাটি: দিল্লি হিংসা নিয়ে বিতর্কিত পোস্ট করে অসমে গ্রেফতার হলেন এক অধ্যাপক৷ ধৃত অধ্যাপকের নাম সৌরদীপ সেনগুপ্ত৷ তিনি শিলচরের গুরচরণ কলেজের গেস্ট লেকচারার হিসেবে কাজ করেন৷ দিল্লির সাম্প্রতিক দাঙ্গা নিয়ে ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিলেন৷ এমনকী অবমাননাকর কিছু মন্তব্য করেছিলেন৷ সেই অভিযোগে সৌরদীপকে গ্রেফতার করে পুলিশ৷
ফেসবুক পোস্টে সৌরদীপ দিল্লির সংঘর্ষের জন্য বিজেপি এবং আরএসএসকে দায়ী করেন৷ লেখেন, দিল্লিতে আরও একটা গোধরা কাণ্ড ঘটানোর চেষ্টা চলছে৷ মোদীকে গণহত্যাকারী বলেও আক্রমণ শানান৷ আরও লেখেন, ধর্মের ভিত্তিতে মানুষকে দিল্লিতে পেটানো হচ্ছে৷ সৌরদীপের এই পোস্টের বিরুদ্ধে কলেজের অনেক পড়ুয়া গর্জে ওঠেন৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷
পরে শুক্রবার ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করেন৷ লেখেন, ওই পোস্টের কারণে অনেকের হয়তো ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে৷ স্পর্শকাতর বিষয় নিয়ে অবিবেচকের মতো মন্তব্য করে ফেলেছি৷ কোনও ধর্মকে আঘাত করার অভিপ্রায় ছিল না৷ এই ফেসবুক পোস্টের পরেও পড়ুয়ারা অভিযোগের পথ থেকে সরে আসেনি৷ তারা জানায়, এই ধরণের উস্কানিমূলক মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে৷ সনাতন ধর্ম দিয়ে বাজে মন্তব্য করেন৷ এমনকী প্রধানমনত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন৷