খাস ডেস্ক: নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে আফস্পা আরও কঠোর করা হচ্ছে। নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে আফস্পা বলবৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, আর্মড ফোর্স (স্পেশাল পাওয়ার্স) অ্যাক্ট বলবৎ করা হচ্ছে নাগাল্যান্ডের আটটি জেলা এবং অরুণাচল প্রদেশের তিনটি জেলা-সহ বেশ কিছু এলাকায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, আগামী ৬ মাসের জন্যে আফস্পা আইন উত্তর-পূর্বের দুই রাজ্যে বলবৎ করা হচ্ছে। নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, আফস্পা বলবৎ হওয়ার অর্থ সশস্ত্র বাহিনীর হাতে বিশেষ ক্ষমতা তুলে দেওয়া। এই ক্ষমতাবলে সশস্ত্র বাহিনী আইন-শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলায় তল্লাশি চালাতে পারবে, এছাড়া গ্রেফতার করা এবং খোলাখুলিভাবে গুলি চালাতে পারবে।
এসম্পর্কে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের যে এলাকাগুলোতে আফস্পা বলবৎ করা হয়েছে সেই এলাকাগুলো উপদ্রুত এলাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফের নতুন করে পর্যালোচনা করা হবে। উল্লেখ্য, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের যে জেলাগুলোতে আফস্পা বলবৎ হচ্ছে চলতি বছরের অক্টোবর মাসের প্রথম দিনটি থেকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে জানিয়েছিলেন, উত্তর-পূর্বের ৭০ শতাংশ এলাকা থেকে আফস্পা প্রত্যাহার করে নেওয়া হবে। এছাড়া জম্মুকাশ্মীর থেকে আফস্পা প্রত্যাহার করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার ভাবনাচিন্তা করছে। উল্লেখ্য, বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তি উত্তর-পূর্বের রাজ্যগুলো এবং জম্মুকাশ্মীর থেকে আফস্পা প্রত্যাহার করার দাবি তুলেছে।