খাস ডেস্ক: জিও (Jio)-র এবার অভিনব উদ্যোগ। সিনেমার টিকিটের চেয়েও কম দামে পাওয়া যাবে নতুন রিচার্জ (Recharge) প্ল্যান। যেখানে হাইস্পিড ডেটার (High Speed Data) সঙ্গে মিলবে কমপক্ষে ১২ টি ওটিটি (OTT) সাবস্ক্রিপশন। যার মাধ্যমে খুব সহজেই বাড়ি বসে সিনেমা এবং ওয়েব সিরিজ দেখতে পাবেন সাধারণ মানুষ।
সম্প্রতি মোবাইল রিচার্জ প্ল্যান বেড়ে যাওয়ার কারণে সমোলচনার মুখে পড়েছেন টেলিকম সংস্থাগুলি। আর এই অবস্থাই জিও-র এক অভিনব রিচার্জ প্ল্যান দেখে রীতিমতো খুশি গ্রাহকেরা। এবার পাওয়া যাবে ১৭৫ টাকায় হাইস্পিড ডেটা (High Speed Data) এবং ১২ টি ওটিটি সাবস্ক্রিপশন (subscription)। টেলিকম সংস্থা জিও-র সূত্রে জানা গিয়েছে, এই টাকার প্ল্যানে মিলবে সোনিলিভ, জিফাইভ-সহ একাধিক প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন।
বর্তমানে তরুণ প্রজন্ম সহ বয়স্করাও বাড়ি বসে মোবাইল (Mobile) বা ল্যাপটপে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে খুবই পছন্দ করেন। তাই জিও-র এই প্ল্যানটি সাধারণ মানুষের কাছে দারুন উপকারী হবে। এই রিচার্জের মেয়াদ থাকবে ২৮ দিন। এছাড়াও পাওয়া যাবে ১০ জিবি হাই-স্পিড ডেটা। সঙ্গে মিলবে সোনিলিভ (Sonyliv), জিফাইভ (Zee5), জিয়োসিনেমা প্রিমিয়াম, লায়নসগেট প্লে, ডিসকভারি+, সান এনএক্সটি, কাঁচা লঙ্কা, হইচই, প্ল্যানেট মারাঠি ইত্যাদির ওটিটির সাবস্ক্রিপশন।
মাইজিয়ো (MyJio) অ্যাপে এই রিচার্জটি করা গেলেও এই প্ল্যানে ওটিটি (OTT) সাবস্ক্রিপশন এবং ডেটা ছাড়া আর কোনও সুবিধা পাওয়া যাবেনা জানিয়েছে জিও সংস্থা। তবে এই প্ল্যানটি ছাড়াও ৩২৯ টাকা, ১০২৯ টাকা এবং ১০৪৯ টাকার তিনটি বিনোদন প্ল্যান নিয়ে এসেছে জিও। যেগুলির দাম বেশি হলেও সুবিধাও পাওয়া যাবে বেশি।
এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন (VI), আইডিয়াকে (Idea) টক্কর দিতেই জিও-র এই প্ল্যান। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ইন্টারনেটের পাশাপাশি ওটিটি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। সেই জন্য একসঙ্গে একাধিক ওটিটি-সহ এই রিচার্জ প্ল্যানগুলি এনেছে জিও (Jio)।