29 C
Kolkata
Thursday, October 10, 2024
Home জাতীয় খবর গ্রাহকদের জন্য সুখবর, অনেক সস্তায় হাজির জিও-র নতুন প্ল্যান  

গ্রাহকদের জন্য সুখবর, অনেক সস্তায় হাজির জিও-র নতুন প্ল্যান  

খাস ডেস্ক: জিও (Jio)-র এবার অভিনব উদ্যোগ। সিনেমার টিকিটের চেয়েও কম দামে পাওয়া যাবে নতুন রিচার্জ (Recharge) প্ল্যান। যেখানে হাইস্পিড ডেটার (High Speed Data) সঙ্গে মিলবে কমপক্ষে ১২ টি ওটিটি (OTT) সাবস্ক্রিপশন। যার মাধ্যমে খুব সহজেই বাড়ি বসে সিনেমা এবং ওয়েব সিরিজ দেখতে পাবেন সাধারণ মানুষ।

- Advertisement -

সম্প্রতি মোবাইল রিচার্জ প্ল্যান বেড়ে যাওয়ার কারণে সমোলচনার মুখে পড়েছেন টেলিকম সংস্থাগুলি। আর এই অবস্থাই জিও-র এক অভিনব রিচার্জ প্ল্যান দেখে রীতিমতো খুশি গ্রাহকেরা। এবার পাওয়া যাবে ১৭৫ টাকায় হাইস্পিড ডেটা (High Speed Data) এবং ১২ টি ওটিটি সাবস্ক্রিপশন (subscription)। টেলিকম সংস্থা জিও-র সূত্রে জানা গিয়েছে, এই টাকার প্ল্যানে মিলবে সোনিলিভ, জিফাইভ-সহ একাধিক প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন।

- Advertisement -

বর্তমানে তরুণ প্রজন্ম সহ বয়স্করাও বাড়ি বসে মোবাইল (Mobile) বা ল্যাপটপে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে খুবই পছন্দ করেন। তাই জিও-র এই প্ল্যানটি সাধারণ মানুষের কাছে দারুন উপকারী হবে। এই রিচার্জের মেয়াদ থাকবে ২৮ দিন। এছাড়াও পাওয়া যাবে ১০ জিবি হাই-স্পিড ডেটা। সঙ্গে মিলবে সোনিলিভ (Sonyliv), জিফাইভ (Zee5), জিয়োসিনেমা প্রিমিয়াম, লায়নসগেট প্লে, ডিসকভারি+, সান এনএক্সটি, কাঁচা লঙ্কা, হইচই, প্ল্যানেট মারাঠি ইত্যাদির ওটিটির সাবস্ক্রিপশন।

মাইজিয়ো (MyJio) অ্যাপে এই রিচার্জটি করা গেলেও এই প্ল্যানে ওটিটি (OTT) সাবস্ক্রিপশন এবং ডেটা ছাড়া আর কোনও সুবিধা পাওয়া যাবেনা জানিয়েছে জিও সংস্থা। তবে এই প্ল্যানটি ছাড়াও ৩২৯ টাকা, ১০২৯ টাকা এবং ১০৪৯ টাকার তিনটি বিনোদন প্ল্যান নিয়ে এসেছে জিও। যেগুলির দাম বেশি হলেও সুবিধাও পাওয়া যাবে বেশি।

এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন (VI), আইডিয়াকে (Idea) টক্কর দিতেই জিও-র এই প্ল্যান। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ইন্টারনেটের পাশাপাশি ওটিটি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। সেই জন্য একসঙ্গে একাধিক ওটিটি-সহ এই রিচার্জ প্ল্যানগুলি এনেছে জিও (Jio)।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

নতুন কোচের হাত ধরে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির

স্পোর্টস ডেস্ক: পরপর ৩ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ বাহিনী। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কুয়াদ্রাত। নতুন...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

খবর এই মুহূর্তে

বিদায় রতন টাটা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

খাসডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটা (ratan tata) । প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিত শাহর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে...

শেষবারের মতো প্রভুকে দেখতে গোয়া এল, কেন রতন টাটার সারমেয়র ব্যতিক্রমী নাম

খাসডেস্ক: রতন টাটার (ratan tata)প্রিয় সারমেয়, গোয়া । প্রভুকে শেষবারের মতো এল শ্রদ্ধা জানাতে। সারমেয়দের প্রতি প্রয়াত শিল্পপতির ভালোবাসা কারোর অজানা নয়। বিশেষ করে...

ফিরেছেন রাজ্যপাল, সিনিয়রদের অনুরোধেও কাজ হয়নি, অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

খাসডেস্ক: উদ্বেগ বাড়ছে জুনিয়র ডাক্তার (junior doctor) অনিকেত মাহাতোকে নিয়ে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। বাকি অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হলেও অনিকেতের ক্ষেত্রে...

পার্শি রিচুয়াল মেনে শেষকৃত্য রতন টাটার, বিজনেস টাইকুনের দেহ ঝুলবে টাওয়ার অব সাইলেন্সে

খাসডেস্ক: পার্শি রিচুয়াল মেনেই সম্পন্ন হবে রতন টাটার (ratan tata) শেষকৃত্য। বুধবার রাতে ভারতের শিল্পজগতের টাইকুন রতন টাটা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ...