পুনে: বিমানবন্দর থেকে সোনা পাচারের সময় ধরা পড়ল এক মহিলা৷ ধৃত মহিলার কাছ থেকে মিলেছে ২০ লক্ষ টাকার সোনা৷ ঘটনাটি ঘটেছে পুনে বিমানবন্দরে৷
জানা গিয়েছে, ধৃত মহিলা দুবাই থেকে স্পাইসজেটের বিমানে পুনে বিমানবন্দরে নামে৷ বিমানবন্দরের শুল্ক দফতরের আধিকারিকদের কাছে দুবাই থেকে সোনা পাচারের আগাম খবর ছিল৷ সেই মতো মারিয়ম মহম্মদ সালিম শেখ নামে ওই সন্দেহভাজন মহিলাকে আটক করেন শুল্ক দফতরের আধিকারিকরা৷ শারীরিক পরীক্ষার সময় ওই মহিলার শরীরের নিম্নাংশে সোনা ধরা পড়ে৷
এরপরই ডাকা হয় মেডিক্যাল টিমকে৷ পায়ুদ্বার উন্মুক্ত করে বের করে আনা হয় সোনা৷ আধিকারিকরা জানান, সোনা গলিয়ে মহিলার পায়ুতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল৷ এছাড়া পায়ুতে কালো টেপ দিয়ে মোড়া তিনটি ক্যাপসুল রাখা ছিল৷
পরীক্ষা করে দেখা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার ওজন ৬৪২ গ্রাম৷ যার বাজার মূল্য ১৯ লক্ষ ৯৮ হাজার ১৩৮ টাকা৷ ওই মহিলাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে৷ তাকে জেরা করে এই পাচার নিয়ে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছেন তদন্তকারীরা৷ এই পাচারচক্রের সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িত কিনা তাও দেখা হচ্ছে৷