
নয়াদিল্লি: সাংসদ পদ খারিজ হওয়ার পর আজ প্রথম সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং নেওয়া সিদ্ধন্ত নিয়ে শুরু থেকেই বিস্ফোরক সব মন্তব্য করেছেন। সোজাসুজি নিশান করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনকি সাফ জানিয়ে দিয়েছেন তাঁর বিরুদ্ধে যাই ব্যবস্থা নেওয়া হোক না কেন তিনি চুপ থাকবেন না। যুক্তরাজ্যে মন্তব্য এবং মোদী পদবী নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল কিনা এমন প্রশ্নের উত্তর রাহুলের সাফ জবাব, “গান্ধী কখনও ক্ষমা চায় না।”
যতই জেলের সাজা শোনানো হোক বা সাংসদ পদ খারিজ করা হোক তিনি সত্যের জন্য লড়াই করে যাবেন বলেই জানিয়েছেন। লোকসভা সাংসদ হিসাবে অযোগ্য ঘোষণার একদিন পরে কংগ্রেস নেতা দিল্লিতে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ” আমার নাম সাভারকার নয়। আমার নাম গান্ধী। গান্ধী কারও কাছে ক্ষমা চান না।” এদিন জোর গলায় ওয়েনাডের প্রাক্তন সাংসদ বলেছেন, তিনি সংসদের ভিতরে আছেন বা বাইরে আছেন তা বিবেচ্য নয়। রাগার কথায়, “তারা আমাকে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করলেও, আমি আমার কাজ করে যাব। আমি সংসদে থাকব বা না থাকুক তাতে কিছু আসে যায় না। আমি দেশের জন্য লড়াই চালিয়ে যাব।” রাহুল গান্ধী বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “আমার পরবর্তী বক্তৃতা নিয়ে ভীত” হওয়ায় অযোগ্য ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: BJP আঞ্চলিক দলগুলোকে হেও করছে, বিরোধী নেতাদের বিরুদ্ধে ED-CBI-এর অভিযান নিয়ে সরব অখিলেশ যাদব
এখানেই শেষ নয়, দিল্লিতে সাংবাদিকদের উদ্দেশে রাহুল গান্ধী বলেছেন, “আমি আগেও অনেকবার বলেছি যে দেশে গণতন্ত্রের ওপর হামলা হচ্ছে। আমরা প্রতিদিনই এর উদাহরণ দেখছি। আমি সংসদে প্রশ্ন করেছি প্রধানমন্ত্রী মোদী ও আদানির সম্পর্ক নিয়ে।” আদানি ইস্যু থেকে নজর ঘোরাতে পুরোটাই নাটক করা হয়েছে বলেই দাবি করেছেন রাহুল গান্ধী।