নয়াদিল্লি: কারওর স্ত্রী ভাগ্যে ধন৷ কারওর স্ত্রী ভাগ্যে মুখ্যমন্ত্রীর গদি লাভ৷
১ ফেব্রুয়ারি দিনটি অরবিন্দ কেজরিওয়ালের জীবনে উল্লেখযোগ্য দিন৷ আজ দ্বিতীয়বারের জন্য দিল্লিতে ক্ষমতায় ফিরছেন তিনি৷ কেজরির কাছে দিনটির গুরুত্ব আরও একটি কারণে৷ আজ তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়ালের জন্মদিন৷ মঙ্গলবারই ৫৪ বছরে পা দিলেন তিনি৷ ফলে কেজরিওয়ালের জীবনে আজ জোড়া আনন্দের দিন৷
চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি৷ কিন্তু ট্রেন্ডেই পরিস্কার, বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফিরছে আম আদমি পার্টি৷ ৭০টি আসনের মধ্যে ৫৮টি আসনে লিড নিয়েছে আপ৷ বিজেপি এগিয়ে ১২টি আসনে৷ কংগ্রেস খাতাই খোলেনি৷
রাজনীতিতে আসার আগে স্বামী-স্ত্রী দু’জনেই রাজস্ব দফতরের অফিসার ছিলেন৷ চাকরি ছেড়ে রাজনীতিতে আসার পর সবসময় স্বামীর সুখ-দুঃখে পাশে থেকেছেন সুনীতা৷ অরবিন্দের জন্য দিন-রাত প্রচার করেছেন৷ আপ কর্মীদের সঙ্গে দরজায় দরজায় গিয়ে ভোট প্রার্থনা করেছেন৷ বিজেপি যখন অরবিন্দকে সন্ত্রাসবাদী বলে তোপ দাগে তখন কড়া জবাব দেন সুনীতা৷ জানিয়েছিলেন, ২৫ বছরের বিবাহিত জীবনে অরবিন্দকে সমাজসেবা করতে দেখেছেন৷ যাঁরা একথা বলেছে, তাঁরা জানে এসব মিথ্যা৷ আক্ষরিক অর্থেই তিনি, এদিনের নায়ক অরবিন্দ কেজরিওয়ালের শক্তির উৎস তিনি৷ তাই সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী তাঁকে উদ্দেশ্য করে লেখেন, ‘‘আজকের দিনের নায়কের সর্বশক্তির উৎস আপনি৷’’
আপকে দিল্লি ভোটে জয়ের শুভেচ্ছা জানিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন৷ তেমনই মিসেস কেজরিওয়ালকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনেকই টুইট করেছেন৷ অনিল সিওয়াচ নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, ‘‘হ্যাপি বার্থডে সুনীতা ম্যাম৷ ঈশ্বর আপনাকে ও আপনার পরিবারকে আশীর্বাদ করুন৷ আপনি আমাদের নায়কের শক্তি৷’’