কলকাতা: বৃষ্টিতে ভাসছে উত্তর ভারতের একাধিক জায়গা। জলে ভেসে ধসও নেমেছে একাধিক জায়গায়। আর এই ধসেই ভেঙ্গেছে বহু বাড়ি। এই তুমুল বৃষ্টিতে এবং ধসে (Landslide) প্রাণ হারিয়েছে প্রায় ২৮। আহত একাধিক মানুষ।
ভারী বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লি (Delhi)। ভাসছে রাজধানীর একাধিক এলাকা। যার জেরে নানান সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। ভারী বৃষ্টিতে দিল্লির এক পার্ক জলমগ্ন হয়ে পড়ে। আর সেই জলে ডুবেই মৃত্যু হয় এক সাত বছরের নাবালকের। সোমবার রাজধানীতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভিজছে উত্তর ভারতের পাঞ্জাব (Punjab) ও হরিয়ানার (Haryana) একাংশও। নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রামও প্লাবিত (Flood) হয়েছে। প্লাবনের জেরে গত রবিবার পাঞ্জাবের হোশিয়াপুরে একই পরিবারে মৃত্যু হয়েছে ৯ জনের। গাড়িতে যাওয়ার পথে বন্যায় ভেসে যায় তাঁদের গাড়িটিও।
অন্যদিকে, রাজস্থানে (Rajasthan) শুরু হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি। ফলে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। গত শনি এবং রবিবার রাজস্থানে ভারী বৃষ্টিতে মৃত্যু হয়েছে ১৮ জনের। সেখানকার পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। রাজ্যের সুরক্ষায় তড়িঘড়ি বৈঠক করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “বাকি সবকিছুর আগে রাজ্যের সমস্ত নাগরিকের সুরক্ষাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত রাজস্থান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কীভাবে কাজে লাগানো হবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। দুর্যোগ মোকাবিলার ব্যবস্থাপনায় তৎপর হতে যাবতীয় এবং প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে।”
ভারী বৃষ্টিতে ভাসছে ভারতের ভূস্বর্গ জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir)। আপাতত প্রশাসনের তরফ থেকে অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। হিমাচল প্রদেশে ধস ও হড়পাবানে মৃত্যু হয়েছে বহু মানুষের। নিখোঁজ একাধিক। সেখানকার একাধিক রাস্তা বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জল ও বিদ্যুৎ বণ্টন প্রকল্পগুলিও। উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির জেরে এক বাড়ির ছাদ ভেঙ্গে মৃত্যু হয়েছে এক মহিলা সহ ৭ বছরের এক শিশুর (Children)।