খাস ডেস্ক: সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। জাতীয় সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একের পর এক খবর প্রকাশিত হচ্ছে। ভারতে নারী সুরক্ষা প্রশ্নচিহ্নের মুখে। এই পরিস্থিতিতে এক যুবক দিল্লির একটি কাফে বাইরে গুলি চালাল। পুলিশ জানিয়েছে, এই ঘটনার দায়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
ওই কাফের কর্মীরা জানিয়েছেন, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্যনারায়ণ এলাকার একটি কাফেতে কয়েকজন যুবক খাওয়া-দাওয়া করতে আসে। একজন টেবিলের উপর বসে পড়ে।
পুলিশ জানিয়েছে, কাফের মালিক ওই যুবককে টেবিলের উপর বসতে বারণ করায় বচসা শুরু হয়। এরপর কাফেয় আসা ওই পাঁচ যুবক গুলি চালাতে শুরু করে। দিল্লি পুলিশের (দক্ষিণ-পশ্চিম) ডেপুটি কমিশনার রোহিত মীনা জানিয়েছেন, যে পাঁচজন যুবককে গ্রেফতার করা হয়েছে তাদের নাম আহমেদ, ঔরঙ্গজেব, অতুল, জাভেদ এবং আদিল। এরা সকলেই জাহাঙ্গিরপুরীর বাসিন্দা বলে জানা গিয়েছে।
ঘটনার পর পুলিশ জানিয়েছে, জাভেদের বিরুদ্ধে ৬টি ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া একটি এসইউভি গাড়ি এবং বেআইনি অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে। পুলিশ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।