হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার দুই শিশু সহ একই পরিবারের ৪ জনের দেহ, নেপথ্যে কোন কারণ

0
44

খাস ডেস্ক: ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে হোটেলের ঘরে। দুই শিশু সহ একটি পরিবারের চার সদস্যকে  একটি লজের ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে । এই ঘটনাই মনে করিয়েছে দিল্লির চন্ডাওয়াত পরিবারের  সেই শিহরন জাগানো ঘটনার কথা।  ছোট বড় মিলিয়ে একই পরিবাররে ১১ জন সদস্যে মৃতদেহ উদ্ধার হয়েছিল একটি বাড়ি থেকে।

পুলিশ জানিয়েছে, আর্থিক সমস্যার কারণে আত্মহত্যার ঘটনা হতে পারে। মৃত্যুর তদন্ত করা হবে বলেই জানানো হয়েছে।  মৃতদের নাম দেবেন্দ্র (৪৮), তাঁর স্ত্রী নির্মলা (৪৬) এবং তাদের নয় বছর বয়সী যমজ কন্যা চৈত্রা এবং চৈথান্য। মৃতরা মাইসুরের বাসিন্দা বলেই জানানো হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন হোটেলের কর্মীরা শুক্রবার একটি অতিরিক্ত চাবি দিয়ে দরজা খোলেন। হোটেলের রুম বুক করার পর পরিবাররে কেউ একবারও বাইরে না আসায় হোটেলের কর্মীদের সন্দেহ হয় এবং বারবার ডাকলেও কেউ সাড়া না দিলে  অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলেই চারজনকে মৃত অবস্থায় দেখা যায়।

- Advertisement -

আরও পড়ুন: “AK-47 দিয়ে মারব, তোমার ও সলমন খানের মৃত্যু নিশ্চিত” লরেন্স বিষ্ণোই-এর গ্যাং থেকে হুমকি সঞ্জয় রাউতকে

পুলিশ জানিয়েছে সন্দেহ করা হচ্ছে দেবেন্দ্র তার সন্তানদের বিষ মেশানো খাবার দিয়ে খুন করেছে এবং আত্মহত্যার আগে  স্ত্রীকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। পরিবারটি ২৭ মার্চ  রুমটি ভাড়া নিয়েছিল এবং ৩০ মার্চ খালি করার কথা ছিল।  পরিবারের কর্তাকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং স্ত্রী ও যমজ সন্তানকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।  ঘর থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে, যাতে চরম পদক্ষেপ নেওয়ার জন্য আর্থিক কারণ উল্লেখ করা হয়েছে। পুলিশ মামলা দায়ের করেছে।