প্রধানমন্ত্রীর কি করা উচিত, মোদীকে পরামর্শ দেশের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি Venkaiah Naidu-র

0
25

নয়াদিল্লি: কয়েদিন আগেই ভারতের উপ-রাষ্ট্রপতির পদ থেকে অবসর নিয়েছেন এম ভেঙ্কাইয়া নাইডু। তাঁর বিদায়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একাধিক শীর্ষ নেতৃত্ব। অবসর নেওয়ার পর প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুই জানালেন আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং বাকি রাজনৈতিক দলগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি করা উচিত।

প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু শুক্রবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত সমস্ত দলের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে প্রায়শই দেখা করা। এই সাক্ষাৎই মোদী সরকারের পদ্ধতি সম্পর্কে বিরোধী দলগুলির মধ্যে “ভুল বোঝাবুঝি” দূর করতে সহায়তা করতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। নাইডু বলেছেন, প্রধানমন্ত্রীর একাধিক অর্জন সত্ত্বেও, কিছু অংশের এখনও তার পদ্ধতি সম্পর্কে কিছু আপত্তি রয়েছে। নাইডুর কথায় এটি হচ্ছে, “কিছু ভুল বোঝাবুঝির কারণে, হয়তো কিছু রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে”। এই মন্তব্যের পরেই দেশের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বলেছেন, “কিছু সময়ের মধ্যে এই ভুল বোঝাবুঝিগুলোও দূর হবে। প্রধানমন্ত্রীরও প্রায়ই সমস্ত রাজনৈতিক নেতৃত্বের আরও বেশি সংখ্যক ব্যক্তির সঙ্গে দেখা করা উচিত।” নাইডু আরও বলেছেন, রাজনৈতিক দলগুলিরও উন্মুক্ত মন রাখা উচিত এবং জনগণের আদেশকে সম্মান করা উচিত। তাঁর কথায়, “তাদেরও উন্মুক্ত মনের হতে হবে। আপনাদের সকলের এটাও বোঝা উচিত যে আপনারা শত্রু নয় প্রতিদ্বন্দ্বী। প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠান, রাষ্ট্রপতির প্রতিষ্ঠান, মুখ্যমন্ত্রীর প্রতিষ্ঠান, সব পক্ষকে একে অপরকে সম্মান করতে হবে। সমস্ত প্রতিষ্ঠানকে সম্মান করা উচিত যা সবার মনে রাখতে হবে।”

- Advertisement -

আরও পড়ুন-যুবকদের ISIS, লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত হতে বলত PFI

তবে প্রধানমন্ত্রীকে নিয়ে রচিত একটি বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতার দেওয়ার সময় মোদীর বক্তৃতা, স্বাস্থ্যসেবা, বিদেশ নীতি, প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের প্রশংসা করেছেন এবং জোর দিয়ে বলেছেন, বিশ্ব এখন ভারতের উত্থানকে স্বীকৃতি দিচ্ছে। নাইডু বলেছেন, “ভারত এখন গণনা করার মতো একটি শক্তি, এর আওয়াজ এখন সারা বিশ্বে শোনা যাচ্ছে। এত অল্প সময়ের মধ্যে, এটি একটি সাধারণ জিনিস নয়। এটি তাঁর কর্মের কারণে, তিনি জনগণকে নির্দেশনা দিচ্ছেন এবং ভারত যে অগ্রগতি করছে তাঁর কারণেই।” উপরাষ্ট্রপতির এই বিশেষ পরামর্শ প্রধানমন্ত্রী গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার বিষয়।