
কেরল: ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের আওতায় থাকা অগ্নিবীরের (agniveer) নামে জাল নিয়োগ র্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার প্রাক্তন সেনাকর্মী বিনু এম। কেরলের কোল্লাম জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ নিয়োগের নামে বিনু ৩০ লাখ টাকা আদায় করেন। কেরলের ২৫ থেকে ৩০ জনের কাছ থেকে এই অর্থ আদায় করেন তিনি। প্যানগোড মিলিটারি স্টেশন ত্রিভান্দ্রম এই ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখছে।
আরও পড়ুন :৫০ লক্ষ টাকা চেয়েছিল মানিক ঘনিষ্ঠ তাপস, গ্রেফতারের পর ষড়যন্ত্রের নালিশ কুন্তলের
গত বছর ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার, অগ্নিবীর ট্রেডসম্যান সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়। ভারতীয় সেনা অগ্নিবীর স্কিমের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২২ সালের ২০ শে জুন।
আরও পড়ুন :গ্যালারি থেকেই IPL টিমের মালকিনকে বিয়ের প্রস্তাব, কি উত্তর পেলেন ক্রিকেটভক্ত
আরও পড়ুন :বাবা-মার ঝগড়ায় লজ্জা, চরম সিদ্ধান্ত যুবকের
প্রসঙ্গত ২০২২ সালে ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দু’বছর ধরে দেশে সেনা নিয়োগ বন্ধ ছিল। ভারতীয় সেনাবাহিনীতে দেড় লক্ষ শূন্যপদ দেখা যায়। যা নিয়ে বিরোধীরা বারবার কটাক্ষ করে সরকারকে। তার মধ্যেই ঘোষিত হয় নতুন প্রকল্প। যা কার্যত সেনার মধ্যেই আলাদা বাহিনীর জন্ম দেয়। এই প্রকল্পে নিযুক্ত জওয়ানদের বলা হবে ‘অগ্নিবীর’ (agniveer)।বর্তমান সরকার দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা ক্ষেত্রে সংস্কারের কথা বলছে। সেই সংস্কারের অঙ্গ হিসেবে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি ‘অগ্নিপথ’ প্রকল্পে ছাড় দেয়।