28 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home জাতীয় খবর হেমন্তের বিরুদ্ধে ঝাড়খণ্ডে বিজেপির তুরুফের তাস, গেরুয়া শিবিরে যোগ দিলেন চম্পাই সোরেন

হেমন্তের বিরুদ্ধে ঝাড়খণ্ডে বিজেপির তুরুফের তাস, গেরুয়া শিবিরে যোগ দিলেন চম্পাই সোরেন

রাঁচি: আজই বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। সেই কথা মতই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন(Champai Soren) বিজেপিতে যোগ দিয়েছেন। বাবুলাল মারান্ডি, শিবরাজ সিং চৌহান, হিমন্ত বিশ্ব শর্মা এবং দলের অন্যান্য সিনিয়র নেতাদের উপস্থিতিতে চম্পাই সোরেন তাঁর  বিপুল সংখ্যক সমর্থক বিজেপিতে যোগ দেন। সামনেই রয়েছে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগে চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে তুরুফের তাস হিসাবে ব্যবহার করতে চাইছে বিজেপি, এমনটাই জানাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ।

- Advertisement -

এদিন  শীর্ষ নেতৃত্বরা বিজেপিতে স্বাগত জানানোর পর প্রবীণ রাজনীতিবিদ দৃশ্যত আবেগপ্রবণ হয়ে পড়েন। ৬৭ বছর বয়সী এই আদিবাসী নেতা রাজ্য বিধানসভার বিধায়ক এবং ঝাড়খণ্ড মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে দু’দিন আগে পদত্যাগ করেছিলেন। তিনি জেএমএম প্রধান শিবু সোরেনের কাছে একটি চিঠিও দিয়েছিলেন যাতে তিনি লিখেছিলেন তিনি দলের বর্তমান কার্যপ্রণালী এবং এর নীতিগুলির বিরুদ্ধে ক্ষুব্ধ। এই কারণগুলির জন্য তিনি পদত্যাগ করতে বাধ্য হন বলে উল্লেখ করেন। চম্পাই বলেছিলেন, “আমার সিদ্ধান্ত (বিজেপিতে যোগদান) ঝাড়খণ্ডের স্বার্থে… আমি সংগ্রাম করতে অভ্যস্ত।”

উল্লেখ্য, ঝাড়খণ্ডের ‘টাইগার’ নামে পরিচিত চম্পাই সোরেন(Champai Soren) মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন হেমন্ত সোরেন যখন জেলে গিয়েছিলেন। চলতি বছরের শুরুর দিকে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন। তিনি জেলে থাকার সময় চম্পাই সোরেন মুখ্যমন্ত্রীর পদে বসেন । তবে হেমন্ত  জেল থেকে ফিরেই চম্পাইয়ের থেকে সেই পদ আবার নিয়ে নেন। তখন থেকেই নাকি দুরত্ব বেড়েছে বলে খবর। এমনকি চম্পাই সোরেনকে দলেও কোণঠাসা করা হচ্ছিল বলেও শোনা গিয়েছে। এই সুযোগকেই ব্যবহার করেছে বিজেপি। আগামীতে চম্পাই বিজেপি নেতা হিসাবে কতটা প্রভাব বিস্তার করতে পারেন সেই দিকেই নজর রয়েছে  রাজনৈতিক মহলের।  চম্পাইয়ের হাত ধরে বিজেপি কি পারবে ঝাড়খণ্ডের ক্ষমতা দখল করতে? সব প্রশ্নের উত্তর দেবে সময়ই।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

AFC Champions League 2 -এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান

স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে যাচ্ছেনা মোহনবাগান সুপার জায়ান্টস। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ্যাৎ ২ অক্টোবর ইরানের তাবরিজ শহরে এএফসি চ্যাম্পিয়ন্স...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...