শ্রীনগর: সামনেই রয়েছে জম্মু-কাশ্মীরে নির্বাচন। এই ভোট সুস্থ ভাবে সম্পন্ন করা কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জের। সম্প্রতি জম্মু-কাশ্মীরে মাথাচাড়া দিয়েছে সন্ত্রাসবাদ। তাই যেকোনও রকম অশান্তি এড়াতে আগে থেকেই বারে বারে খতিয়ে দেখা হচ্ছে উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা। এই আবহেই এবার জম্মু ও কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বাহিনী সোপোরের ওয়াটারগাম এলাকাটি ঘিরে রেখেছে এবং তল্লাশি চলছে। এই গুলির লড়াইতে এক জঙ্গিরর মৃত্যু হয়েছে।
বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এর আগে, বারামুল্লা জেলার ওয়াটারগাম এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়। এই সপ্তাহের শুরুর দিকে, কেন্দ্রশাসিত অঞ্চলের উধমপার অঞ্চলে একটি এনকাউন্টার শুরু হয়েছিল যেখানে সন্ত্রাসবাদীরা একটি টহল দলের উপর গুলি চালানোর পরে সিআরপিএফ-এর একজন আধাসামরিক কর্মকর্তা নিহত হয়েছিলেন। সিআরপিএফ-এর 187 ব্যাটালিয়নের ইন্সপেক্টর কুলদীপ কুমার হামলায় গুলিবিদ্ধ হন। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা বেড়েছে। ১৪ অগাস্ট জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি এনকাউন্টার শুরু হওয়ার পরে ক্যাপ্টেন দীপক সিং নামে একজন সেনা অফিসার নিহত হন। এ ঘটনায় একজন সাধারণ মানুষ ও আহত হন। শিবগড়-আসার বেল্টে একটি কর্ডন ও অনুসন্ধান অভিযানের সময় অফিসারটি একটি বনাঞ্চলে বন্দুকের গুলিতে আহত হয়েছিলেন।
উল্লেখ্য, এই মাসের শুরুর দিকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রশাসিত অঞ্চলে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার বিষয়ে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেছিলেন । দিল্লির সাউথ ব্লকে এনএসএ অজিত ডোভাল এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক হয়। ১০ আগস্ট, অনন্তনাগে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের সময় দুই সেনা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল।