নয়াদিল্লি: লোকসভার ভোট শেষ এবার বিধানসভা নির্বাচন হবে বেশ কয়েকটি রাজ্যে। আজ শুক্রবার নির্বাচন কমিশন (ECI) সম্ভবত বিকেল তিন রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে। সেই তালিকায় থাকতে পারে জন্ম কাশ্মীরের নামও। বিশেষ করে জম্মু কাশ্মীরের নির্বাচনের কথা ঘোষণা করা হয় কিনা সেই দিকেই নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।
নির্বাচন কমিশন আজ বিকেল ৩টেয় হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করবে। এটাও আশা করা হচ্ছে যে নির্বাচন সংস্থা জম্মু ও কাশ্মীরের নির্বাচনের তারিখও ঘোষণা করতে পারে। জম্মু কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর একবারও নির্বাচন হয়নি। সংবাদ সম্মেলন করে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। আগামী ৩ নভেম্বর এবং ২৬ নভেম্বর মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। আগামী বছর জানুয়ারি মাসে ঝাড়খণ্ডের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে।
নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে সম্প্রতি জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা সফর করেছে তবে এখনও মহারাষ্ট্র সফর করেনি। নির্বাচন কমিশন জম্মু ও কাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কাশ্মীরি পরিযায়ীদের জন্য বিশেষ ভোট কেন্দ্র স্থাপন করেছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “কাশ্মীর পরিযায়ীদে জন্য দিল্লি, জম্মু এবং উধমপুরে অন্তত ২৬টি বিশেষ ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।”