খাসডেস্ক: অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে ২০১৯ এ ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের রায় ঘোষণার পর তৈরি হয়েছে রামমন্দির। বহু ঘটা করে উদ্বোধনও হয়েছে তার। প্রতিবছর দুর-দুরান্ত থেকে লাখো লাখো ভক্ত রামলালার দর্শনে ছুটে যাচ্ছেন। কিন্তু বাবরি মসজিদ (BABRI MASJID)? রামমন্দির থেকে মাত্র ২৫ কিলোমিটার দুরত্বে ধন্যিপুর গ্রামে বাবরি মসজিদ নির্মাণ হওয়ার কথা। সেই ৫ একর জমির এখন কি হাল? সেখানে কি বাবরি মসজিদ নির্মাণ শুরু হয়েছে? জানা যাচ্ছে নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণের জন্য আপাতত একটি ইটও পড়েনি।
আরও পড়ুন: প্রয়াত সীতারাম ইয়েচুরি, ৭২ এ শেষ হল কমরেডের জীবন যুদ্ধ
২০২০ সালের ডিসেম্বর মাসে মসজিদের ডিজাইন প্রকাশ করা হয়। বাবরি মসজিদের জন্য বরাদ্দ জমিতে ঝুলছে সাদা সাইন বোর্ড। যেখানে বাবরি মসজিদ তৈরির কথা উল্লেখ করা আছে। রামমন্দির তৈরির সময় কোটি কোটি টাকা অনুদান জমা হয়েছিল। জানা যাচ্ছে সেখানে বাবরি মসজিদ নির্মাণের জন্য মাত্র ৯০ লক্ষ টাকা অনুদান উঠেছে। দ্য প্রিন্ট-কে দেওয়া সাক্ষাৎকারে সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা বাবরি মসজিদ ট্রাস্টের চিফ ট্রাস্টি জ়াফর ফারুকি বলেন, “মানুষের মসজিদ নিয়ে আগ্রহ নেই। তাদের বিশেষ কোনও টান নেই।“ প্রাথমিকভাবে বাবরি মসজিদ তৈরির পরিকল্পনার সঙ্গে সঙ্গে মসজিদের পাশে হাসপাতাল, মিউজিয়াম ও রিসার্চ সেন্টার তৈরির কথা ছিল। কিন্তু অনুদান না আসায় আপাতত সেইসবে ইতি পড়েছে।
আরও পড়ুন: শর্ত না মেনেই চিকিৎসকদের ফের আলোচনায় ডাক নবান্ন থেকে, সময় বদলে হল বিকেল ৫ টা
জানা যাচ্ছে শুধু বাবরি মসজিদ (BABRI MASJID) তৈরি করতেই কমপক্ষে ৬ থেকে ৭ কোটি টাকা খরচ। অনুদানে সেই অর্থটুকুও ওঠেনি। শুধুমাত্র কি অর্থের অভাব? নাকি উদ্যোগেরও অভাব রয়েছে। ধন্যিপুরের বাসিন্দারা জানাচ্ছেন, গত বছর প্রজাতন্ত্র দিবসে কয়েকজন মৌলানা গিয়েছিলেন। তাঁরা ছবি তুলে চলে এসেছেন। তারপর আর কিছু হয়নি।