খাসডেস্ক: জীবিতপুত্রিকা (JIVITPUTRIKA) উৎসবে নদীতে ও পুকুরে পুণ্যস্নানের সময় তলিয়ে গেলেন ৪৬ জন। বুধবার ছিল জীবিতপুত্রিকা উৎসব। বেলা বাড়তেই বিহারের ১৫ টি জেলা থেকে মৃত্যুর খবর আসতে থাকে। ৪৬ জনের মধ্যে ৩৭ জনই শিশু। এই উৎসবে মায়েরা তাঁর শিশুর মঙ্গল কামনা করে থাকেন। উৎসব উপলক্ষে মা ও শিশু দুজনেই পুণ্যস্নান করে থাকেন।
আরও পড়ুন : কেন এই হুমকি সংস্কৃতি, উদ্বিগ্ন কোর্ট চাইল হলফনামা
আরও পড়ুন : জল থৈ থৈ মুম্বই প্রশ্ন তুলে দিল বাণিজ্যনগরীর মেট্রো ভবিষ্যৎ নিয়ে
৪৬ জনের মধ্যে ৪৩ জনেরই দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। মৃতদের পরিবারের উদ্দেশে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরুও হয়ে গেছে। মৃতদের মধ্যে ৮ টি পরিবারকেই ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়েছে। জীবিতপুত্রিকা (JIVITPUTRIKA) উৎসব চলাকালিন পূর্ব-পপশ্চিম চম্পারন, নালন্দা, ওরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোথাস, পাটনা, বৈশালি, মুজাফরপুর, সমস্তিপুর, গোপালগঞ্জের মতো জায়গা থেকে দুঘর্টনার খবর আসে।