গোপেশ্বর: একটানা বৃষ্টির জেরে ফের ধস নামল পাহাড়ে। তাও আবারও সাধারন নয়, যেভাবে পাহাড় ধসে পড়েছে তা রীতিমত ভয়াবহ। বুধাবার পিপলকোটি এবং জোশিমঠের মধ্যে পাতালগঙ্গার কাছে একটি বিশাল ভূমিধস নামে যার জেরেই ফের অবরুদ্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক। বহু তীর্থযাত্রী আটকে পড়েছে বলেই খবর।
সোশ্যাল মিডিয়াতে সেই ধসের ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে পাহাড়ের উপর দিক থেকে কালো মেঘের আকারে হুরমুড়িয়ে নেমে আসছে কিছু। বুধবার সকাল ১১: নাগাদ বৃষ্টি ছাড়াই পটলগঙ্গায় পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে বলেই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস জানিয়েছে। পাহাড় ধসে ন্যশান্যাল হাইওয়ের পাশে একটি টানেলের মুখের উপর পড়েছিল কারণ ধসের সঙ্গে লক্ষাধিক টন মাটি, পাথর এবং বড় বড় বোল্ডার গড়িয়ে নীচে নেমে এসেছিল। বদ্রীনাথ ন্যশান্যাল হাইওয়ে ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে ভূমিধসের ধ্বংসস্তূপে অবরুদ্ধ হয়ে আছে।
এলাকায় ঘন ঘন ভূমিধসের কারণে কয়েক বছর আগে টানেলটি তৈরি করা হয়েছিল। ভূমিধস এতটাই শক্তিশালী ছিল যে পুরো অলকানন্দা এবং পটল গঙ্গা উপত্যকা কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে। সুড়ঙ্গের ঠিক বিপরীতে অলকানন্দা নদীর ওপারে অবস্থিত লাঞ্জি গ্রামে বিক্রম সিং এমনটাই জানিয়েছেন। বদ্রিনাথ বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট দিতে যাওয়া লোকেদের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছিল কিন্তু ভূমিধস দেখে ছবি তোলার মুহূর্ত তাঁরা ছাড়েননি। বেশ অনেকজন পর্যটক আটকে রয়েছে বলেই খবর মিলেছে।