লখনউ: দেশে সক্রিয় মৌসুমী বায়ু। যার জেরেই শুরু হয়েছে বর্ষা। কথাও কোথায় ভারী বৃষ্টি বিপর্যয় ডেকেও এনেছে। দিল্লিতে ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। জল জমার খবর মিলেছে একাধিক জায়গা থেকে। টানা বৃষ্টিতে পাহাড়ে নেমেছে ধস। এর মধ্যেই প্রবল বৃষ্টিতে রবিবার উত্তর প্রদেশের মথুরা জেলার ঘনবসতিপূর্ণ এলাকায় একটি ওভারহেড জলের ট্যাঙ্কের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছে।
মথুরার কৃষ্ণ বিহার কলোনিতে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনায় সুন্দরী (৬৫) এবং সরিতা (২৭) নামে দুই মহিলার মৃত্যু হয়েছে। ওভারহেড জলের ট্যাঙ্কের ধসে আশেপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরে জল ঢুকেছে। মথুরা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়েছে। । পুলিশ পাঁচ নারীসহ অন্তত ১৩ জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সরস্বতী (৪৫), বেবি (৫২), কমলেশ (৬৫), নিকুঞ্জ (২২), মিলি (১৮), প্রিন্স (৬), গৌরীশঙ্কর (৮৪), মহাবীর (৫০), বিপিন্দ্র (৩৪) ও রমেশ। চাঁদ (৬৬)। পরে, নবাব (৩৫) নামে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে আগ্রার এসএন মেডিকেল কলেজে রেফার করা হয়।
ভারতীয় সেনাবাহিনী এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এর দলগুলিকেও জেলা প্রশাসন ডাকা হয়েছিল উদ্ধার অভিযানে গতি আনার জন্য। মথুরার জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার সিং বলেছেন, “মথুরার কৃষ্ণ নগর কলোনিতে প্রায় ৫ টার দিকে বৃষ্টির মধ্যে ২,৫০০কিলো লিটারের একটি ওভারহেড জলের ট্যাঙ্ক ধসে পড়ে৷ এই ঘটনায় দুই মহিলা মারা যান এবং ১১জন আহত হন৷ তাদের মধ্যে একজনকে রেফার করা হয়েছে৷ গুরুতর অবস্থায় আগ্রায় সেনাবাহিনীর একটি দলকে ডাকা হয়েছে। স্থানীয় ফায়ার ব্রিগেড দল উদ্ধার অভিযানের জন্য ইতিমধ্যেই সেখানে রয়েছে।” এখনও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।