28 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home জাতীয় খবর টানা বৃষ্টিতে চোখের পলকে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, মৃত ২ , আহত...

টানা বৃষ্টিতে চোখের পলকে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, মৃত ২ , আহত ১১

লখনউ: দেশে সক্রিয় মৌসুমী বায়ু। যার জেরেই শুরু হয়েছে বর্ষা। কথাও কোথায় ভারী বৃষ্টি বিপর্যয় ডেকেও এনেছে। দিল্লিতে ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। জল জমার খবর মিলেছে একাধিক জায়গা থেকে। টানা বৃষ্টিতে পাহাড়ে নেমেছে ধস। এর মধ্যেই প্রবল বৃষ্টিতে রবিবার উত্তর প্রদেশের মথুরা জেলার ঘনবসতিপূর্ণ এলাকায় একটি ওভারহেড জলের ট্যাঙ্কের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছে।

- Advertisement -

মথুরার কৃষ্ণ বিহার কলোনিতে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনায় সুন্দরী (৬৫) এবং সরিতা (২৭) নামে দুই মহিলার মৃত্যু হয়েছে। ওভারহেড জলের ট্যাঙ্কের ধসে আশেপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরে জল ঢুকেছে। মথুরা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়েছে। । পুলিশ পাঁচ নারীসহ অন্তত ১৩ জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সরস্বতী (৪৫), বেবি (৫২), কমলেশ (৬৫), নিকুঞ্জ (২২), মিলি (১৮), প্রিন্স (৬), গৌরীশঙ্কর (৮৪), মহাবীর (৫০), বিপিন্দ্র (৩৪) ও রমেশ। চাঁদ (৬৬)। পরে, নবাব (৩৫) নামে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে আগ্রার এসএন মেডিকেল কলেজে রেফার করা হয়।

ভারতীয় সেনাবাহিনী এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এর দলগুলিকেও জেলা প্রশাসন ডাকা হয়েছিল উদ্ধার অভিযানে গতি আনার জন্য। মথুরার জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার সিং বলেছেন, “মথুরার কৃষ্ণ নগর কলোনিতে প্রায় ৫ টার দিকে বৃষ্টির মধ্যে ২,৫০০কিলো লিটারের একটি ওভারহেড জলের ট্যাঙ্ক ধসে পড়ে৷ এই ঘটনায় দুই মহিলা মারা যান এবং ১১জন আহত হন৷ তাদের মধ্যে একজনকে রেফার করা হয়েছে৷ গুরুতর অবস্থায় আগ্রায় সেনাবাহিনীর একটি দলকে ডাকা হয়েছে। স্থানীয় ফায়ার ব্রিগেড দল উদ্ধার অভিযানের জন্য ইতিমধ্যেই সেখানে রয়েছে।” এখনও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

“কিছুই জানি না, আমি কিছু করিনি হুজুর”, চার্জশিটের প্রতিলিপি পড়ে আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয়ের প্রতিক্রিয়া

খাসডেস্ক:  সোমবার আরজি কর (R G KAR) ঘটনার ৫৮ দিনের মাথায় কোর্টে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হল আরজি...

‘অপ্রত্যাশিত ফল, মানা সম্ভব নয়’, হরিয়ানা ভোটের রেজাল্ট নিয়ে মন্তব্য কংগ্রেসের

খাসডেস্ক: অপ্রত্যাশিত ফল। পার্টি ভোটের এই ফল মানছে না। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা কংগ্রেসের (CONGRESS) । গণনার শুরুর কিছু পরে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনকে চিঠি...

পুজোয় চুলের-ত্বকের জেল্লা বাড়াতে, জেনে নিন ডিমের ব্যবহার

কলকাতা: ত্বক এবং চুলের যত্নে ডিমের জুরি মেলা ভার। তাই ত্বকের যত্ন নিতে ডিম এক অন্যতম ভূমিকা গ্রহণ করে। ডিমের কুসুম থেকে শুরু করে...

৭ বছর পর ফিরে এল টি-২০’র থেকেও ধামাকাদার ক্রিকেট, বিশ্বজয়ের লড়াইয়ে ভারতও

স্পোর্টস ডেস্ক: ৭ বছর পর আবারও শুরু হতে চলেছে হংকং ক্রিকেট সিক্সেস (Hong Kong Cricket Sixes)। আর ১২ বছর পর সেখানে আবারও দেখা যাবে...