
কলকাতা: খারাপ আবহাওয়ার জের৷ জ্বালানি ফুরিয়ে মাঝ আকাশে বিপদের মাঝে যাত্রীবিমান৷ যার জেরে মাঝ আকাশে রীতিমতো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় যাত্রীদের৷ পরে অবশ্য বিমানটিকে জরুরি অবতরণ করা হয় কলকাতা বিমানবন্দরে৷
এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রের খবর: ইম্ফল বিমানবন্দরে খারাপ আবহাওয়া থাকার কারণে বিমান নামতে না পেরে মাঝ আকাশে চক্কর খাচ্ছিল৷ যার জেরে ক্রমেই ফুরিয়ে আসছিল বিমানের জ্বালানি৷ এরপরেই বিমানটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়৷
জানা গিয়েছে, দিল্লি থেকে ইম্ফল যাচ্ছিল ইন্ডিগোর যাত্রীবাহী বিমান (6E2615)৷ এদিকে বিমানটির অবতরণের মুখে আচমকাই ইম্ফল বিমানবন্দরের আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়৷ যার কারণে বিমান নামতে না পেরে চক্কর খাচ্ছিল৷ সেই সময় বিমানের জ্বালানি প্রায় শেষ হয়ে আসছিল৷ তারপরেই পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে৷ এরপরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে। বিমানের মধ্যে ১৪১ জন যাত্রী ছিলেন। বিমানের মধ্যে ১৪১ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন বলে এটিসি সূত্রের খবর।
আরও পড়ুন: দিদিকে ধন্যবাদ জানাতে, বর্ষার জল কাদা ভেঙে ডুর্য়াস থেকে কলকাতার পথে যুবক