
খাস ডেস্ক: ফ্লাইটে বৃদ্ধার গায়ে ‘প্রস্রাব’ করার অভিযোগ উঠল মদ্যপ যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই মদ্যপ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India) একটি ফ্লাইটে বিজনেস ক্লাসে বসে থাকা ৭০ বছর বয়সী এক মহিলা যাত্রীর সঙ্গে। আর এই ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া (Air India)!
বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমানে যাত্রীদের মধ্যে মারপিটের ভিডিও ভাইরাল হয়েছিল! এরপরেই শুরু হয় বিতর্ক। আর সেই বিতর্কের মাঝেই প্রকাশ্যে এল এমন এক নিন্দনীয় ঘটনা। আর এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই।
An inebriated male passenger urinated on a female co-passenger in Air India's business class on Nov 26, 2022
Air India has lodged a police complaint regarding the incident which took place on Nov 26 when the flight was on its way from JFK (US) to Delhi: Air India official to ANI pic.twitter.com/XE55X6ao0b
— ANI (@ANI) January 4, 2023
আরও পড়ুন-আচমকা ব্যাঙ্কে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
ওই মহিলা যাত্রীর আরও অভিযোগ করেন, এই ঘটনা ঘটার পরও বৃদ্ধা বিমানে (Air India) থাকা কর্মীদের সেই বিষয়ে জানালেও তাঁরা ওই অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। এরপর এই ঘটনায় ওই বৃদ্ধা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ (Air India) চিঠি লিখে অভিযোগ জানায়। আর মহিলার অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া (Air India) কর্তৃপক্ষ।
সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor
এই ঘটনার অভিযোগ পেয়ে এয়ার ইন্ডিয়া (Air India) কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পাশাপাশি বিষয়টি তদন্ত করার জন্য একটি অভ্যন্তরীণ কমিটিও গঠন করেছে।