নয়াদিল্লি: রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ৮ থেকে ৯ জুলাই মস্কোতে থাকবেন প্রধানমন্ত্রী মোদী। জানা গিয়েছে, পুতিন মস্কোতে দুই দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করবেন। ২২ তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য রুশ রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদীর এই সফর। রাশিয়া থেকে নমোর অস্ট্রিয়া যাওয়ারও কথা রয়েছে।
২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর প্রধানমন্ত্রী মোদীর এটাই প্রথম সফর। মোদী এর আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে পুতিন এবং জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। তবে তিনি রাশিয়া বা ইউক্রেনের কোথাও যাননি। তারপর কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে রাশিয়া-ভারত সম্পর্ক নিয়ে রাশিয়া রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ পর্যায়ের আলোচনার জন্য মস্কোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ” এই পূর্ণাঙ্গ সফর খুব গুরুত্বপূর্ণ।” এমনকি মোদীর এই সফর প্রসঙ্গে ক্রেমলিন জানিয়েছে পশ্চিমারা এই সফরটিকে “ঈর্ষার সাথে” দেখছে। বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী রাশিয়ায় থাকা ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন এবং পরের দিন ক্রেমলিন পরিদর্শন করবেন। সফরের গুরুত্ব হিসাবে বিদেশ সচিব বিনয় কোয়াত্রা ২০২২ সালে উজবেকিস্তানের সমরকন্দে পুতিন মোদীর অনানুষ্ঠানিক বৈঠকের পর থেকে দুই নেতার মধ্যে ঘন ঘন যোগাযোগের বিষয়টি তুলে ধরেন৷ এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ২১ তম বার্ষিক শীর্ষ সম্মেলনটি ২০২১ সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে হয়েছিল৷
পরবর্তীকালে পুতিন এবং মোদী ২০২২ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে সমরকন্দে সাক্ষাৎ করেন। সেই সঙ্গেই দুই দেশের রাষ্ট্রপ্রধানরা বছরের পর বছর ধরে অসংখ্যবার ফোনে কথোপকথনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন বলেই জানিয়েছেন বিদেশ সচিব বিনয় কোয়াত্রা । এই রাশিয়া সফরেপ্রাথমিক আলোচনার পর প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্টের নেতৃত্বে বৃহত্তর প্রতিনিধি পর্যায়ের আলোচনা অন্তর্ভুক্ত থাকবেন। আলোচনায় ভারত ও রাশিয়ার মধ্যে বিস্তৃত সম্পর্কের একটি বিস্তৃত পর্যালোচনা অন্তর্ভুক্ত করা হবে।