মুম্বই: আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার করা হল দেওয়ান হাউসিং ফাইনান্স লিমিটেড কোম্পানির (ডিএইচএফএলের) ম্যানেজিং ডিরেক্টর কপিল ওয়াধাওয়ানকে৷ সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে৷
গ্রেফতারির কারণ নিয়ে ইডি’র তরফে জানানো হয়েছে, কপিল ওয়াধাওয়ান তদন্তে কোনওরকম সহযোগিতা করছিলেন না৷ সেই কারণে এই গ্রেফতারি৷ কুখ্যাত গ্যাংস্টার ইকবাল মিরচির সম্পত্তি বিক্রি কেলেঙ্কারির তদন্ত করছে ইডি৷ তদন্তে জানা গিয়েছে, ইকবাল মিরচি মুম্বইয়ের তিনটি সম্পত্তি সানব্লিঙ্ক নামে একটি কোম্পানিকে বিক্রি করে৷ এই কোম্পানির সঙ্গে কপিল ওয়াধাওয়ানের ভাইয়ের যোগ খুঁজে পায় ইডি৷ অভিযোগ, এই সম্পত্তি বিক্রির পুরো প্রক্রিয়াই ছিল বেআইনি৷ এরই তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷
২০১৩ সালে লন্ডনে মারা যায় ইকবাল৷ একসময় সে ডন দাউদ ইব্রাহিমের ডান হাত বলে পরিচিত ছিল৷ ইকবালের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে ইডি৷ এই আর্থিক কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় ইকবালের পরিবারের বেশ কিছু সদস্যের৷ তাদের বিরুদ্ধেও তদন্তে নামে ইডি৷