নয়াদিল্লি: সিএএ বিরোধী আন্দোলনে উত্তপ্ত দিল্লির শহর। ইতিমধ্যে উত্তর-পূর্ব দিল্লির সংঘর্ষে নিহত ১৩ জন। এই পরিস্থিতিতে বুধবার মধ্যরাতেই দিল্লি হাইকোর্ট নির্দেশ জারি করলেন পুলিশদের উদ্দেশ্যে। নির্দেশে বলা হয়েছে, সংঘর্ষে আহত মানুষদের যেন দ্রুত নিরাপদ জায়গায় এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
বিচারপতি এস মুরালিধরের বাসভবনে মধ্যরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুলত জরুরী অবস্থা হওয়ার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার সুযোগ-সুবিধা যাতে যথা সময় করা হয় এবং তাদেরকে যাতে নিরাপদ স্থানে দ্রুত পাঠানো হয় সে জন্যই এই নির্দেশ জারি আদালতের।
বিচারপতি এস মুরালিধর এবং বিচারপতি অনুপ যে ভম্ভানি-এর উপস্থিতিতে দিল্লি পুলিশকে শুনানি দেওয়া হয়। দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই কাজ যাতে সম্পন্ন হয় তা নিশ্চিত করার জন্য সঠিক ব্যবস্থা গ্রহন করার জন্য। আরও বলা হয়, যারা আহতদের তথ্য এবং তাদেরকে যে চিকিৎসা করানো হয়েছে তার সম্পূর্ণ তথ্য আদালতে পেশ করার জন্য। বুধবার দুপুর ২:১৫ এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য শোনা হবে বলে জানানো হয়েছে।
আদালতের এই নির্দেশটি গুরুতেগ বাহাদুর এবং দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টকেও জানানো হবে।
ইতিমধ্যেই উত্তপ্ত উত্তরপূর্ব দিল্লিতে মারা গেছেন ১৩ জন। বিরোধীরা দোকানপাট ভাঙচুর,পাথর ছোড়াছুড়ি এবং মানুষদের পিটিয়ে মারছে। দিল্লি পুলিশের পক্ষে এখনও এই অবস্থা হাতের মুঠোয় করা সম্ভব হয়ে উঠছেনা। বেশ কিছু জায়গায় জারি হয়েগিয়েছে কার্ফু। মঙ্গলবার পরিস্থিতির গুরুত্ব বুঝে নজির বিহীন নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, উত্তর-পূর্ব দিল্লিতে দেখা মাত্রই গুলির নির্দেশ জারি করা হল কেন্দ্রের তরফে।