খাসডেস্ক: মাত্র 24 ঘণ্টার ব্যবধানে দিল্লির (delhi) বিভিন্ন প্রান্তে চলল গুলি। বিলাসবহুল গাড়ি শোরুম, হোটেল, মিষ্টির দোকান লক্ষ্য করে চালানো হল গুলি। তিনটি গুলি চালানোর ঘটনায় কারোর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। চলতি বছরের মে মাসে পশ্চিম দিল্লির তিলকনগর শোরুমের বাইরে একটি গুলি চালানোর ঘটনা ঘটে। সেই দুষ্কৃতী দল পুনরায় এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে । সেবার গাড়ির শোরুমের মালিকের থেকে 5 কোটি টাকা চাওয়ার অভিযোগ উঠে এসেছিল।
আরও পড়ুন : ইলেকটোরাল বন্ডের আড়ালে তোলা, নির্মলার সীতারমনের বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি
ঘটনার শুরুতেই প্রথমে গাড়ি শোরুম লক্ষ্য করে গুলি চালানো হয়। কার স্ট্রিট মিনি নামে শোরুমটি একটি সেকেন্ড হ্যান্ড কার শো রুম। থানার অদুরে দক্ষিণ পশ্চিম দিল্লির নারাইনাতে এই কার শোরুমটি অবস্থিত। অভিযোগ আচমকা শোরুমটির ভেতরে ঢুকে পড়ে তিন ব্যক্তি। প্রায় 20 রাউন্ড গুলি চালায়। গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তিন দুষ্কৃতীকে চিহ্নিত করা গিয়েছে।
আরও পড়ুন : ফাঁসিকাঠে ঝুলতে হতে পারে সন্দীপদের, অভিযোগ এতটাই গুরুতর, বললেন বিচারক
এই গটনায় গাড়ি শোরুমের দুটো BMW, একটি মার্সিডিজ ও কুপার ক্ষতিগ্রস্ত হয়েছে। শোরুমে ঢুকেই সেলসম্যানদের ফোনগুলি কেড়ে নেয় দুষ্কৃতীরা। ঘটনাস্প্রাতল থেকে ১০০ মিটার দুরে ছুড়ে ফেলে দেয়। Bhau gang, since 2020 নামে একটি বই ঘটনাস্থলে ফেলে যায় দুষ্কৃতীরা। হিমাংশু ভাউ এর উপর লেখা ভাউ গ্যাং বইটি। যিনি 2022 সালে দেশ ছেড়েছেন। দিল্লিতে (delhi) এক ফুড কোর্টের বাইরে এক ব্যক্তিকে খুনের ঘটনায় হিমাংশু ভাউয়ের নাম জড়িত রয়েছে। দ্বিতীয় শ্যুটটি হয় একটি হোটেলের বাইরে। যেখানে চার থেকে পাঁচ জন বাইক আরোহী এসে হোটেলের বাইরে গুলি চালায়। প্রায় পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। তদন্তের সূত্রে জানা গিয়েছে গত বছর হোটেল মালিককে গোল্ডী ব্রার নামে কানাডিয়ান এক দুষ্কৃতীর বিরুদ্ধে ধমকানোর অভিযোগ রয়েছে। তৃতীয় ঘটনাটি ঘটে পশ্চিম দিল্লির ন্যানলয়তে। যেখানে এক মিষ্টি দোকানের বাইরে গুলি চালানো হয়। মিষ্টির দোকানের বাইরে জেলবন্দী দুষ্কৃতী দিলীপ বক্সারের নামে চিরকুট পাওয়া গিয়েছে