খাস ডেস্ক: জমি বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং তাঁর পুত্র বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সমন পাঠিয়েছে দিল্লির একটি আদালত। আদালত সূত্রের খবর, জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারির ঘটনা ঘটেছে লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন সময়ে।
সূত্রের খবর, জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে গত জুন মাসে লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। লালুপ্রসাদ ছাড়াও ওই চার্জশিটে আরও ৭৭জনের নাম রয়েছে। মোট ৩৮জন চাকরি প্রার্থীর কাছ থেকে জমি হাতিয়ে নেওয়ার দায়ে ওরা অভিযুক্ত।
২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত লালুপ্রসাদ যাদব কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন। সেইসময়ে জমি বিনিময়ে রেলে চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে ওই চাকরিপ্রার্থীদের নিয়োগের অভিযোগ ওঠে। এও অভিযোগ উঠেছে, ওই জমি লালুপ্রসাদের পরিবারের সদস্যদের নামে হস্তান্তর করা হয়েছে। লালুপ্রসাদের আত্মীয় কিংবা তাদের পরিজনদের পরিচালিত প্রাইভেট সংস্থার হাতে বেআইনিভাবে ওই জমি তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন রেলওয়েতে যাঁদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে কোনও বিজ্ঞাপনও দেওয়া হয়নি।
সূত্রের খবর, এই ঘটনার তদন্তে নেমে ইডি বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে ২০২৩ সালের ডিসেম্বর মাসে সমন পাঠায়। এর আগে ২০২২ সালের ১৮ মে সিবিআই প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।