খাস ডেস্ক: মাতৃত্ব গড়ে ওঠে স্নেহ-মায়া-মমতা দিয়ে। সন্তানের প্রতি মায়ের টান চিরসত্য। কখনও কখনও এর অন্যথা ঘটে ব্যতিক্রমীভাবে। এমনই একটি ঘটনা সামনে এসেছে। আর এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, ঠাণ্ডা মাথায় খুনের অপরাধে এক তরুণী মায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লির একটি আদালত। আদালত জানিয়েছে, ওই তরুণীর বয়স ৩২ বছর। নিজের দুই কন্যাসন্তানকে ২০১৮ সালে ঠাণ্ডা মাথায় খুন করায় দোষী সাব্যস্ত হয়েছে ওই তরুণী। বিচারপতি এই জোড়া খুনের ঘটনাকে বিরলতম হিসেবে আখ্যা দিয়েছে্ন। দোষী সাব্যস্ত ওই তরুণীর নাম লীলাবতী।
আদালত সূ্ত্রে জানা গিয়েছে, নিজের যে দুই সন্তানকে লীলাবতী খুন করেছেন ওদের একজনের বয়স ৫ বছর এবং অন্যজনের বয়স ৫ মাস। এছাড়া লীলাবতীর আরও দুই সন্তান রয়েছে। ওই দুই জীবিত সন্তানের মধ্যে একজন ৭ বছরের কন্যাসন্তান, অপরজন দুই বছরের পুত্রসন্তান।
দিল্লি তিস হাজারি কোর্টের অতিরিক্ত সেসন জজ সচিন জৈন বলেছেন, সমাজ মাতৃত্বকে চিরাচরিতভাবে যে দৃষ্টিভঙ্গিতে দেখে বিরলতম অপরাধ ঘটিয়ে এর ঠিক উল্টো কাজ করেছেন লীলাবতী। যেহেতু লীলাবতীর দুই সন্তান এখনও জীবিত আছে সেকারণে লীলাবতীকে প্রাণদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল। কারণ লীলাবতীকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হলে ওর দুই জীবিত শিশুসন্তানের উপর তার বিরূপ প্রভাব পড়তে পারে। আদালত একইসঙ্গে দোষীর ১০ হাজার টাকা জরিমানা করা করেছে।