নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের আগের রাতে দিল্লিতে খুন মহিলা পুলিশ অফিসার৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দিল্লির রোহিণী ইস্ট মেট্রো স্টেশনের কাছে৷ নিহত পুলিশ অফিসারের নাম প্রীতি অহলওয়াত(২৬)৷ তাঁকে খুন করে আত্মঘাতী হয়েছেন অভিযুক্ত দীপাংশু রাঠি৷
জানা গিয়েছে, দীপাংশু রাঠিও পুলিশ অফিসার ছিলেন৷ প্রীতি তাঁর পূর্বপরিচিত৷ দু’জনে ২০১৮ সালের ব্যাচমেট ছিলেন৷ পুলিশ সূত্রে খবর, প্রীতিকে পছন্দ করতেন দীপাংশু৷ তাঁকে বিয়ের প্রস্তাবও দেন৷ কিন্তু প্রীতি এই সম্পর্কে রাজি ছিলেন না৷ সেই কারণে ব্যাচমেটকে খুন করেন দীপাংশু৷
জানা গিয়েছে, শুক্রবার রাতে কাজ সেরে মেট্রোয় করে বাড়ি ফিরছিলেন সাব-ইন্সপেক্টর প্রীতি৷ রোহিণী মেট্রো স্টেশনে নামার কথা ছিল তাঁর৷ সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন দীপাংশু৷ প্রীতিকে দেখার পরই গুলি করেন দীপাংশু৷ পরপর তিনটে গুলি করে সে৷ একটি গুলি প্রীতির মাথায় করা হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রীতির৷ গুলি চালনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ তদন্তকারীরা ঘটনাস্থল থেকে তিনটে কার্তুজের খোল খুঁজে পান৷
এরপরই এলাকার সিসিটিভি ফুটেজ থেকে সাব ইন্সপেক্টর দীপাংশুর খোঁজ পায় পুলিশ৷ পরে সোনিপত এলাকার গাড়ির ভেতর থেকে অভিযুক্তের গুলিবিদ্ধ দেহ পান তদন্তকারীরা৷ দীপাংশু এবং প্রীতি দু’জনেই সোনিপতের বাসিন্দা৷ কর্মসূত্রে প্রীতি থাকতেন রোহিণী এলাকায়৷