হরিয়ানা: বিগত কয়েকদিন বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লির একাধিক এলাকা। সমস্যায় সাধারণ মানুষ। এই আবহেই জলমগ্ন রাস্তার আন্ডারপাস দিয়ে যেতে গিয়ে গাড়ি সহ ডুবে মৃত্যু হল ২ ব্যক্তির। ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) ফরিদাবাদে (Faridabad)। জানা গিয়েছে, গত শুক্রবার রাতে পুরনো ফরিদাবাদের কাছে এক আন্ডারপাসে গাড়ি নিয়ে যাচ্ছিলেন ব্যাঙ্ককর্তা এবং তাঁর সঙ্গী। আন্ডারপাসে জলের পরিমাণ কতটা তা আন্দাজ করতে পারেননি তাঁরা। ফলে আচমকাই গর্তে পড়ে যায় গাড়িটি। জল বেশি থাকায় কোনো রকমে গাড়িতে থেকে বেড়িয়ে সাঁতরে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করে তাঁরা। অনেক চেষ্টার পরও শেষ রক্ষা হয়নি। সেই সময় আশেপাশে কোনো লোকজন না থাকায় জলে ডুবেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পুণ্যশ্রেয় শর্মা এবং বিরাজ দ্বিবেদী। শুক্রবার রাতেই পুণ্যশ্রেয়র দেহ উদ্ধার করা হয়। তারপর শনিবার সকালে তাঁর সঙ্গী বিরাজ দ্বিবেদীর দেহটিও উদ্ধার করেছে পুলিশ।