নয়াদিল্লি: বঙ্গে একেবারেই ভালো ফল করেনি বিজেপি। বঙ্গে তো দূর দেশজুড়েও বিজেপি ফল সন্তোষজনক নয়। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারেনি বিজেপি। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান ছিল ‘আব কি বার ৪০০ পার’। কিন্তু ৪০০ পার তো দূর ২৫০টি আসনও একা দখল করতে পারেনি বিজেপি। লোকসভায় বঙ্গে ভরাডুবিরর পর আজ সোমবার ১২ জন সাংসদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনে বাংলার জন্য কি কি করণীয় তা নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর সহ ১২ জন সাংসদ। সূত্রের খবর এই বৈঠকে প্রধানমন্ত্রী বিজেপি সাংসদদের নির্দেশ দিয়েছে নিজ নিজ সংসদীয় এলাকায় এবং বঙ্গে উন্নয়নের জন্য কি কি করা যাবে তা প্রধানমন্ত্রীর দফতরে জানাতে হবে। বিজেপির প্রতি বঙ্গের মানুষের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনাই লক্ষ্য, সংসদের এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বাংলার ১২ সাংসদকে আশ্বাস দিয়ে বলেছেন কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের স্বার্থে সব রকম সাহায্য করতে প্রস্তুত। এই বার্তাই বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে খবর। এদিন প্রধানমন্ত্রী ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দ্বন্দ্বের বিষয়েও কথা বলেছেন।
প্রধানমন্ত্রী মোদী তাঁর দলের সাংসদদের বলেছেন , “বাংলার মানুষ বিজেপিকে মেনে নিয়েছে এবং এটাই বাস্তবতা। জনগণ আমাদের আশীর্বাদ করেছে। সেই দিন বেশি দূরে নয় যেদিন বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, ২০১৪ সালে বাংলায় বিজেপি ৪২ টি লোকসভা আসনের মধ্যে মাত্র দুটি আসন পেয়েছিল। ২০১৯ সালে সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮টিতে। তবে ২০২৪-এর নির্বাচনে সেই আসনই একলাফে কমে হয়ে যায় ১২টি।