খাস ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone)। আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এমনিতেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন দেশের একাধিক রাজ্য। তার মধ্যেই নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আতঙ্ক সৃষ্টি করেছে সাধারণ মানুষের মনে। এই ঘূর্ণাবর্তের জেরেই সতর্কবার্তাও জারি করেছে কেন্দ্রীয় মৌসম ভবন।
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, আরবসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ‘আসনা’। এই নতুন ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে পাকিস্তান। গত ৪৮ বছরে এই প্রথম অগস্ট মাসে আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর আগে এরকম ঘটনা ঘটেছিল ১৯৭৬ সালে। এমনটাই দাবি আবহবিদদের। তবে বর্তমানে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেইভাবে না পড়লেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কয়েকটি রাজ্যে। এই ঘূর্ণঝড়ের (Cyclone) বেশি প্রভাব পড়বে গুজরাট (Gujarat) এবং মহারাষ্ট্রের (Maharashtra) ওপর। আর বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে গুজরাট এবং মহারাষ্ট্রবাসীর।
মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় (Cyclone) ‘আসনা’-র প্রভাব সেইভাবে না পড়লেও, এর জেরে বইতে পারে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। গত জুন থেকে অগস্ট পর্যন্ত গুজরাট (Gujarat) এবং মহারাষ্ট্রে (Maharashtra) বৃষ্টি হয়েছে প্রায় ৭০০ মিলিমিটার। তবে আরবসাগরে সৃষ্ট এই ঘূর্ণাবর্তের জেরে সেই বৃষ্টির পরিমাণ বেড়ে হতে পারে দ্বিগুণ, এমনটাই জানা গিয়েছে আবহাওয়া অফিস সূত্রে।
এই ঘূর্ণিঝড়ের জেরেই উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে এবং মৎসজীবীদের সমুদ্র যেতেও নিষেধ করেছে মৌসম ভবন। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার কাজ চলেছে। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতিনিয়তই চলছে মাইকিং। অস্থায়ী বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে প্রশাসন পক্ষ থেকে। তবে এই ঘূর্ণিঝড়কে (Cyclone) স্বাভাবিক চোখে দেখছে না আবহবিদেরা।