নয়াদিল্লি: গতকাল ভারতের মাটিতে পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের উদ্দেশ্যে আমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ নামে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই আমেরিকা-ভারতের সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দেয় দুই দেশের রাষ্ট্র নেতা। ভারতের সঙ্গে তাঁদের বাণিজ্যিক সম্পর্ক অন্য মাত্রা দেওয়ার বার্তাও দিয়েছে। এবার সেই ক্ষেত্রেই ভারতের সঙ্গে আমেরিকার অপরিশোধিত তেল সংক্রান্ত ব্যবসা গত তিন বছরে দশ গুন বেড়েছে ঘোষণা করলেন মার্কিন জ্বালানী সচিব ড্যান ব্রাওলেট।
মঙ্গলবার তিনি বলেন, “গত তিন বছরে, আমরা ভারত দ্বারা মার্কিন তেল গ্যাসের ক্রয়ের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করেছি। ২০১৭ সালে এই অপরিশোধিত তেলের প্রতিদিনের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ২৫,০০০ ব্যারেল এবং এখন এটি প্রতি দিন আড়াইশো হাজার ব্যারেলে পরিণত হয়েছে।”
আজ নয়াদিল্লিতে ব্যবসায়ী নেতাদের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত বিনিময়ের সময় ব্রাউইলেট এই বিবৃতি দিয়েছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) চেয়ারম্যান মুকেশ আম্বানি।