শ্রীনগর: উপত্যকায় জঙ্গি দমন অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীর পুলিশ৷ মঙ্গলবারের অভিযানে এক জঙ্গি মারা গেলেও শহিদ হয়েছেন কাশ্মীর পুলিশের এক অফিসার৷ এছাড়া আহত হয়েছেন আরও দুই জওয়ান৷ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
মঙ্গলবার সকালে অবন্তিপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়৷ নিরাপত্তা বাহিনীর কাছে খবর ছিল, ঘন জঙ্গলে লুকিয়ে আছে ২-৩ জঙ্গি৷ এরপর কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী৷ অভিযান চলার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যায় জঙ্গিরা৷ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে৷ পাল্টা জবাব দেয় যৌথ বাহিনী৷ দু’পক্ষের তীব্র গুলির লড়াই শুরু হয়৷
ওই গুলির লড়াই চলার সময় মারা যান কাশ্মীর পুলিশের এক অফিসার৷ এছাড়া জখম হন দুই জওয়ান৷ অন্যদিকে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় এক জঙ্গিও৷ এখনও সেখানে এনকাউন্টার চলছে৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে যৌথ বাহিনী৷
এর ঠিক একদিন আগে শোপিয়ানে এনকাউন্টার হয়৷ সেখানে তিন জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী৷ নিহতদের মধ্যে দু’জনের পরিচয় আপাতত জানা গিয়েছে৷ এদের একজন হল আদিল শেখ৷ সে শোপিয়ানের জেইনপোরা গ্রামের বাসিন্দা৷
২০১৮ সালে ২৯ সেপ্টেম্বর প্রাক্তন পিডিপি বিধায়ক অজাজ মীরের বাড়িতে লুটপাট চালায় জঙ্গিরা৷ ছিনিয়ে নেওয়া হয় আটটি অস্ত্র৷ সেই জঙ্গি দলে ছিল আদিল শেখ৷ নিহত দ্বিতীয় জঙ্গির নাম ওয়াসিম ওয়ানি৷ সেও শোপিয়ানের বাসিন্দা৷