মুম্বই: মুম্বইয়ের কান্দিভালি উপপৌর এলাকার বস্তিতে রান্নার গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণে এক নাবালকসহ আহত হয়েছেন ৯ জন। বুধবার দিন রাত ১১টার সময় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জনের দেহের ৪৫ শতাংশ পুড়ে গেছে। আগুনে পুড়তে হল ১১ বছরের একটি শিশুকেও।
বুধবার রাতে ওই এলাকার বাসিন্দা সন্দীপ কানাড়ে এবং তাঁর পরিবারের কিছু সদস্যের উপস্থিতিতে বাড়ির মধ্যে গ্যাসের সিলিন্ডার পরিবর্ত্অন করা হচ্ছিল। এই সময়েই ওই বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার ফেটে যাওয়ার পর প্রথমে সামান্য আগুন ধরে যায়। তাতেই কানাড়ে পরিবারের সদস্যকে এবং কিছু প্রতিবেশীসহ, ১১ বছরের ওই নাবালককেও বিপদের মুখে পড়তে হয়। পুলিশ জানায়, পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
চিকিৎসকদের কাছ থেকে জানা যায়, সন্দীপ কানাড়ে এবং শ্রদা কানাড়ে প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছেন এই দুর্ঘটনায়। অন্যান্য আহতদের মধ্যে ৪ জনের সামান্য ক্ষতি হয়, উপযুক্ত চিকিৎসার পর তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
ওই দিনে এর আগে আরও একটি এরকম ঘটনা ঘটে। আগের ঘটনায়, ২ জন বাচ্চা-সহ ৬ জন আহত হন। ঘটনাটি ঘটে বান্দ্রার উপপৌর এলাকার বস্তিতে। রান্নার গ্যাসের লিকের জন্যই এই দুর্ঘটনা ঘটে।