খাস ডেস্ক: বিদেশসফর সেরে দেশে ফিরে শুক্রবার সুরাটে ভারতে জল সংরক্ষণ এবং পরিবেশন সংরক্ষণ নিয়ে একগুচ্ছ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সুরাটের ওই অনুষ্ঠানে অংশ নিয়ে ভার্চুয়ালি মোদী বলেছেন, জল এবং পরিবেশ সংরক্ষণ ভারতের সাংস্কৃতিক চেতনার সঙ্গে সম্পৃক্ত। মোদী দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন, অযথা জলের অপচয় না করতে। জল সংরক্ষণের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার কিছু পদক্ষপ নিতে চলেছে বলেও এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
কী পদক্ষেপ নেওয়া হবে জল সংরক্ষণে সেব্যাপারেও মোদী ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, জল সংরক্ষণে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে চলেছে ভারত সরকার। একইসঙ্গে মোদী উদ্বেগপ্রকাশ করেছেন, ভারতের বিস্তীর্ণ এলাকা জলসঙ্কটের শিকার।
২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার ক্ষমতায় আসার পরে ২০২১ সালে কেন্দ্রীয় সরকার জলশক্তি অভিযান শুরু করে। এরপর থেকে ধারাবাহিকভাবে জলশক্তি অভিযান চলছে বলে কেন্দ্রীয় সরকারের দাবি। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীতে জীবনের অস্তিত্ব বজায় রাখতে সর্বাগ্রে প্রয়োজন বাতাসের। জল জীবনের অস্তিত্ব বজায় রাখার জন্যে দ্বিতীয় স্থানাধিকারী বলে জানা গিয়েছে। এদিকে ভারতের নানা প্রান্তে যেমন জলসঙ্কট দেখা দিয়েছে, একইভাবে বাতাস দূষিত ভারতজুড়ে। এমনকি রাজধানী দিল্লিতেও বায়ুদূষণ চলছে ব্যাপকহারে।
ভারতে ব্যাপক হারে জলের অপচয় রুখতে ১৯৭৪ সালে আইন প্রণয়ন করা হয়। দি ওয়াটার (প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব পলিউশন) অ্যাক্ট জারি হলেও দশকের পর দশক ধরে ওই আইন কার্যকরী না হওয়ায় দেশজুড়ে জল ও পরিবেশজনিত নানাবিধ সঙ্কট দেখা দিয়েছে।