শ্রীনগর: আর কিছুদিন পরেই হতে চলেছে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন(J-K polls)। দিন ঘোষণা করা হয়েছে । বিজেপির বিরুদ্ধে রণনীতি তৈরি করতেই আজ জম্মু-কাশ্মীরে গিয়েছেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। একা লড়বে নাকি জম্মু-কাশ্মীরের কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস। এই নিয়ে চলছিল চর্চা। সেই চর্চার আবহেই আজ বৃহস্পতিবার ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ বলেছেন, জম্মু ও কাশ্মীরের সমস্ত ৯০টি বিধানসভা আসনে কংগ্রেসের সঙ্গে জোট চূড়ান্ত।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে গুপকার রোডে আবদুল্লাহর বাসভবনে বৈঠকের জন্য ন্যাশনাল কনফারেন্সের নেতৃত্বকে আহ্বান জানানোর পর এই ঘোষণা সামনে এসেছে। জোট নিয়ে আবদুল্লাহ বলেন, “আমাদের একটি ভালো বৈঠক হয়েছে, একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। জোট ট্র্যাকে রয়েছে এবং, ঈশ্বরের ইচ্ছা, এটি সুষ্ঠুভাবে চলবে। জোট চূড়ান্ত। আজ সন্ধ্যায় এটি স্বাক্ষরিত হবে এবং জোট ৯০টি আসনে রয়েছেং জানিয়ে রাখা ভালো, ৯০ সদস্যের জম্মু ও কাশ্মীর বিধানসভার তিন দফা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ফল ঘোষণা করা হবে ৪ অক্টোবর। নির্বাচন প্রসঙ্গে আবদুল্লাহ আরও বলেন, “সিপিআই(এম) এর (এমওয়াই) তারিগামিও আমাদের সঙ্গে আছে। আমি আশা করি আমাদের জনগণও আমাদের সঙ্গে থাকবে এবং আমরা জনগণের জীবনকে উন্নত করতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হব।”
জম্মু ও কাশ্মীরে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করার জন্য কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অগ্রাধিকার ছিল বলে আগেই জানিয়েছেন রাহুল গান্ধী। এদিন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ আশা প্রকাশ করেছিলেন যে সমস্ত ক্ষমতা সহ পূর্ণ রাজ্যত্ব পুনরুদ্ধার করা হবে। তাঁর কথায়, “রাষ্ট্রত্ব আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই রাজ্যটি খারাপ দিন দেখেছে এবং আমরা আশা করি এটি তার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে পুনরুদ্ধার করা হবে। এর জন্য, আমরা ইন্ডিয়া জোটের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়েছি।” বৃহস্পতিবার রাহুল গান্ধী শ্রীনগর থেকে বলেছেন, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা কংগ্রেস এবং ভারত ব্লকের অগ্রাধিকার। নির্বাচন প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস অক্সিজেন পেয়েছে। ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস ইন্ডিয়া জোটের অংশ হিসাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তবে কংগ্রেস জম্মুতে উভয় আসন হেরেছিল। অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স কাশ্মীরে তিদ্বন্দ্বিতা করা তিনটির মধ্যে একটি আসন হেরেছিল।