এখন ঋণ শোধ করার সময়, কংগ্রেসের সংস্কারের তীব্র প্রয়োজন, চিন্তন শিবিরে মন্তব্য সনিয়া গান্ধীর

0
46
Sonia Gandhi

নয়াদিল্লি: দলের হৃতগৌরব ফিরিয়ে আনতে চিন্তন শিবিরের আয়োজন করেছে কংগ্রেস। আজ শনিবার তার দ্বিতীয় দিন। চিন্তন শিবিরে শুরুতেই দলনেত্রী সনিয়া গান্ধী দলীয় পরিকাঠামোয় ‘দ্রুত পরিবর্তনের’ কথা জানিয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে আরও শক্ত বার্তা দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি। শুক্রবার সংগঠনে জরুরি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন, “অসাধারণ পরিস্থিতি শুধুমাত্র অসাধারণ উপায়ে মোকাবেলা করা যেতে পারে” কারণ দলটি একটি অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। দলের যে তীব্র সংস্কার প্রয়োজন সেই কথাই শোনা গিয়েছে তাঁর গলায়।

উদয়পুরে অনুষ্ঠিত ‘দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি’-র ‘চিন্তন শিবির’-এ একটি উদ্বোধনী ভাষণে সনিয়া গান্ধী বলেছেন, “সংগঠনটি একটি অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আমাদের সংস্কার এবং কৌশল পরিবর্তনের একান্ত প্রয়োজন। অসাধারণ পরিস্থিতি শুধুমাত্র অসাধারণ উপায়ে মোকাবেলা করা যেতে পারে।” এই মঞ্চেই কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে দেওয়া তাঁর বার্তা পুনর্ব্যক্ত করে বলেছেন, “দল আমাদের অনেক দিয়েছে, এখন ঋণ শোধ করার সময়। সংগঠনের স্বার্থে আমাদের ব্যক্তিগত প্রত্যাশা রাখতে হবে।” তিনি চিন্তন শিবিরে অংশগ্রহণকারী প্রতিনিধিদেরকে পার্টিতে খোলাখুলিভাবে তাদের মতামত প্রকাশ করতে বলেছেন। সেই সনিয়া গান্ধী সকলের উদ্দেশ্যে বলেছেন, কেবল একটি বার্তা বাইরে যেতে হবে, তা হল “সংগঠনের শক্তি এবং ঐক্যের বার্তা”।

- Advertisement -

                আরও পড়ুন- ছিল বড় হামলার পরিকল্পনা, কাশ্মীরে গ্রেফতার লস্কর জঙ্গি

চিন্তন শিবির থেকেই তিনি বিজেপিকে দেশে ঘৃণা ও বিভাজনের পরিবেশ তৈরি করার জন্য দায়ী করেছেন। প্রয়োজনীয় বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়েও কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্রী। প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেছেন, “প্রধানমন্ত্রী মোদি, যিনি বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে পারদর্শী, তিনি যে বিষয়গুলিকে সবচেয়ে বেশি মোকাবেলা করতে হবে সে বিষয়ে নীরবতা বজায় রেখেছেন। দেশ ঘৃণার আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং এর পরিণতি আমাদের কল্পনার বাইরে খুব গুরুতর হবে। দেশের মানুষ চায়। শান্তি ও সম্প্রীতির সাথে বাঁচতে। কিন্তু বিজেপি ক্রমাগত ঘৃণার আগুন জ্বালিয়ে চলেছে। প্রধানমন্ত্রী মোদীর বহুল আলোচিত ‘সর্বোচ্চ শাসন, ন্যূনতম সরকার’ স্লোগানটি হল দেশের মেরুকরণের পরিবেশ বজায় রাখা, মানুষকে ভয় ও নিরাপত্তাহীনতায় ঘিরে রাখা, সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংসতা, মানুষকে বিভক্ত করে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিনষ্ট করাকে কেন্দ্র করে।”

                        আরও পড়ুন- অবৈধ নির্মাণ নিয়ে বিতণ্ডায় জড়াল আপ ও বিজেপি 

প্রসঙ্গত, কংগ্রেসের চিন্তন শিবির শুক্রবার অর্থাৎ ১৩ মে মরুরাজ্যের উদয়পুরে শুরু হয়েছে। এটি চলবে চলবে ৫ মে পর্যন্ত। সমগ্র দেশ থেকে মোট ৪২২ জন কংগ্রেস নেতা উদয়পুরের ওই শিবিরে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, গুলাম নবী আজাদ, পি চিদম্বরম, দিগ্বিজয় সিং, কমল নাথ, অধীর চৌধুরী-সহ একাধিক শীর্ষ নেতা। কংগ্রেসের লক্ষ্য ২০২৪ সালে বিজেপিকে কেন্দ্রের গদি থেকে হঠানো সেই কারণে দেশের প্রধান বিরোধী সর্বভারতীয় রাজনৈতিক দলের যে জরুরী ভিত্তিতে সংস্কার প্রয়োজন বিজেপিকে হারাতে হলে তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন সনিয়া গান্ধী।