নয়াদিল্লি: বাংলার নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি বদল নিয়ে চর্চা আগেই শুরু হয়েছে। লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের ফলাফল নিয়ে এবং অধীর রঞ্জন চৌধুরীর ভুমিকায় খুশি নয় কংগ্রেস হাইকম্যান্ড। এই কথা রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলেই শোনা যায়। সেই জট কাটাতেই রাহুল গান্ধীর বাড়িতে আজ বসছে কংগ্রেসের হাইকম্যান্ডের বৈঠক। সেখানেই বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতির বদল হতে পারে বলে সূত্রে খবর ।
আজ সোমবার দিল্লিতে হবে বৈঠক। কংগ্রেসের হাইকম্যান্ডের বৈঠকে উপস্থিত থাকতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্য কংগ্রেস নেতারা। জানা গিয়েছে আজকের বৈঠকে দিল্লিতে বাংলা থেকে উপস্থিত থাকতে পারেন অধীর চৌধুরী , দীপা দাশমুন্সী, অমিতাভ চক্রবর্তী, নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী ও ইশা খান চৌধুরী। আব্দুল মান্নানকেও আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি তাঁর শারীরিক অসুস্থতার কারণে হাজির থাকবেন না বলেই জানা গিয়েছে। এই বৈঠকে পশ্চিমবঙ্গের সভাপতি পরিবর্তন নিয়ে কোনও কথা হয় কিনা কিংবা অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় অন্যকাউকে নিয়ে আসা হয় কিনা সেই দিকেই নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী তাঁর গড় বহরমপুর কেন্দ্র থেকে হেরে গিয়েছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে। এই বাংলায় কেবল একটাই আসন জিততে পেরেছে কংগ্রেস। মালদা দক্ষিণে জিতে কংগ্রেসের মুখ রক্ষা করেছে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে অধীর রঞ্জন চৌধুরীর ভুমিকায় ক্ষুব্ধ হয়েছিল কংগ্রেসের হাইকম্যান্ড। এমনকি লোকসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেও সমালোচিত হয়েছিলেন। তারপরে লোকসভা নির্বাচনে হারের পর অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন। এই বৈঠকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ফের অধীরের উপর ভরসা রাখেন কিন সেটাই দেখার।