বেঙ্গালুরু: কলেজের মহিলা শৌচাগারে গোপন ক্যামেরা লাগিয়ে অশ্লীল ছবি এবং ভিডিও তোলার অভিযোগ উঠল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কলেজ চত্বরে। ঘটনায় অভিযুক্ত এক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে কলেজের পড়ুয়ারা। তুমুল গণ্ডগোলে বন্ধ হয়ে যায় কলেজের ক্লাস। পুলিশ এসে নিয়ন্ত্রণ করে পড়ুয়াদের।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) এক কলেজে। জানা গিয়েছে, কলেজে মহিলাদের শৌচাগারে ক্যামেরা লাগিয়ে রেখেছিল বছর একুশের এক ইঞ্জিনিয়ার পড়ুয়া। বিগত কয়েকদিন ধরেই সেই ক্যামেরায় রেকর্ড করত মহিলাদের অশ্লীল ছবি এবং ভিডিও। শুধু তাই নয়, তা বন্ধুদের মধ্যে চালাচালিও করা হত টাকার বিনিময়ে। এমনকি সোশ্যাল মিডিয়ায় সেই অশালীন ভিডিও ছাড়ার অভিযোগও উঠেছে অভিযুক্ত পড়ুয়ার বিরুদ্ধে।
অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ার কথা বুঝতে পেরেছিল কয়েকজন যুবতী। কিন্তু তা বুঝতে পারার পর তাঁদের মেরে ফেলারও হুমকি দিয়েছিল অভিযুক্ত ওই পড়ুয়া। এরপর হঠাৎই ওই যুবককে হাতে নাতে ধরলে বিক্ষোভে ফেটে পড়ে কলেজ পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
পুলিশ ঘটনাটির তদন্তে নেমে জানতে পেরেছে, অভিযুক্ত পড়ুয়ার মধ্যে অপরাধ প্রবণতা আগাগোড়াই ছিল। তদন্তে অভিযুক্তের ফোন থেকে আটটি অশ্লীল ভিডিও পাওয়া গিয়েছে। অন্য কোনও ভিডিও ডিলিট করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এর সঙ্গে আর অন্য কেউ জড়িত আছে কিনা তাও দেখছে পুলিশ।