কাটরা: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কাটরায় (Katra) অবস্থিত বৈষ্ণোদেবী মন্দির হিন্দু তীর্থক্ষেত্রগুলির মধ্যে এক অন্যতম তীর্থস্থান। প্রতিদিন এই মন্দিরে আগমন ঘটে প্রায় লক্ষ লক্ষ ভক্তের। দীর্ঘ ১৩ কিমি পথ অতিক্রম করে ভক্তেরা পৌঁছায় বৈষ্ণোদেবীর মন্দিরে। এবার এই বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথেই নামল ধস। এই ধসেই মৃত দুই পুণ্যার্থী। আহত একাধিক।
সোমবার জম্মুর (Jammu) রিয়াসি জেলার পাঞ্চির কাছে দুপুরে আচমকাই ধস নামে। মন্দির থেকে ৩ কিমি দূরে নামে এই ধস। মন্দির পথে যাওয়ার রাস্তায় ভেঙে পড়ে লোহার ছাউনি। আর সেই ছাউনির ভিতরেই আশঙ্কাজনক অবস্থায় আটকে পড়ে বেশ কয়েকজন পুণ্যার্থী। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নেমেছে। এই ধসের জেরে মৃত্যু হয়েছে ২ মহিলার। আরও এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন।
শ্রীমাতা বৈষ্ণোদেবী বোর্ডের এক সদস্য জানিয়েছেন, পাহাড়ে পাথর এবং ধস নামে৷ ঘটনাস্থলে দুর্যোগ মোকাবিলা দল পৌঁছেছে ইতিমধ্যেই। ঘটনাস্থলের পথটি আপাতত বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ফের খোলা হবে এই পথটি। প্রসঙ্গত, গত ২০২২ সালে বৈষ্ণোদেবীতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১২ জন পুণ্যার্থীর। আহত হয়েছিলেন প্রায় ১৬ জন। সোমবারে ধসের ফলে পাহাড়ের একটি বিশাল অংশ রাস্তায় উপর ভেঙে পড়ে। এই রকম এক মর্মান্তিক ঘটনা স্তব্ধ সাধারণ মানুষেরা।