কুন্নুর : অল্পের জন্য রক্ষা। ওয়াশিং মেশিনের স্বাভাবিক ভাবেই জমা কাপড় থাকার কথা। কিন্তু যা উদ্ধার হয়েছে টা রীতিমত চমকে দেওয়ার মত। কয়েকদিন মেশিন বন্ধ ছিল ওয়াশিং তাই ইঞ্জিনিয়ার ডেকেছিলেন সেটি ঠিক করার জন্য। সেই মতই বাড়িতে আসেন ইঞ্জিনিয়ার। ওয়াশিং মেশিন ঠিক করবেন তাই তার ঢাকনা খুলে ভিতরে হাত দিতে যাবেন তখনই তিনি চমকে ওঠেন। জমা কাপড় নয় বরং ওয়াশিং মেশিনের মধ্যে রয়েছে কোবরা।
কেরালার কান্নুরের একজন ইঞ্জিনিয়ার ছোট কোবরার কামড়ের হাত থেকে অল্পের জন্য রক্ষা পান। কান্নুরের টালিপারম্বা এলাকায় পিভি বাবুর বাড়িতে কোবরাটি পাওয়া গিয়েছিল ।জনার্ধনন কাদম্বেরি মেশিনটি মেরামত করতে এসেছিলেন। তিনি প্রাথমিক মেরামত সম্পন্ন করেছিলেন এবং এটি কাজ করছে কিনা তা দেখার জন্য সুইচ চালু করেছিলেন। কি ত্রুটি হয়েছে টা দেখতে গিয়ে ওয়াশিং মেশিনের ঢাকনা খুলে সাপটিকে কাপড় ভেবে হাত দিয়ে বের করতে যান। কয়েক মুহূর্তেই বুঝতে পারেন ওটা কাপড় নয় বরং আস্ত একটা সাপ। তাও আবার যে সে নয় একেবারে কোবরা। তারপরেই তিনি বাড়ির মালিককে ফোন করেন।
ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক বলেন, গত দুই সপ্তাহ ধরে মেশিনটি কাজ করছে না এবং ঢাকনা বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, “আমরা জানি না কিভাবে একটি সাপ সেখানে প্রবেশ করেছে। আমরা এখনও এই বিষয়ে অজ্ঞাত রয়েছি।” ছোট কোবরাটিকে একটি প্রাণী এসওএস দল উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়েছে। অনিল ত্রিচম্বরম, ফরেস্ট এবং এমএআরসি (মালাবার অ্যাওয়ারনেস অ্যান্ড রেসকিউ সেন্টার ফর ওয়াইল্ডলাইফ) এর উদ্ধারকারী ঘটনাস্থলে পৌঁছে ছোট কোবরাটিকে ধরে বনে ছেড়ে দেন।