সিমলা: ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি(Cloudbursts)। ৩০ মিটার দীর্ঘ রাস্তা জলের তোড়ে ভেসে গিয়েছে। ধস নেমেছে পাহাড়ে। কেদারনাথে ২০০-র বেশি পর্যটক আটকে রয়েছেন। অন্যদিকে আজ বৃহস্পতিবার সকালে হিমাচল প্রদেশের সিমলা, মান্ডি এবং কুল্লু জেলায় মেঘ ভাঙাবৃষ্টিতে দু’জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৫৩ জন নিখোঁজ রয়েছে। তিন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, স্কুল, হাসপাতাল। ত্রাণ ও উদ্ধার তৎপরতা চলছে। কুল্লু ও মান্ডিতে সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু দুজনের মৃত্যুর খবর নিজেই সংবাদমাধ্যকে জানিয়েছেন। তিনি সরকারি আধিকারিকদের সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, “NDRF, SDRF, ডিসি এবং আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আমরা সমস্ত ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছি। আমরা সেনাবাহিনীর কাছেও সাহায্য চেয়েছি। আমি মানুষকে খাল ও নদীর ধারে না যাওয়ার জন্য আবেদন করছি। বিমান বাহিনীকে জানানো হয়েছে এবং প্রস্তুত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে রাস্তা এবং পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মানালির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
#WATCH | Himachal Pradesh | 19 people are missing after a cloudburst in the Samej Khad of Rampur area in Shimla district. The SDRF team at the spot for the search and rescue operation
(Visual source – DPRO Shimla) pic.twitter.com/afz23ylf4P
— ANI (@ANI) August 1, 2024
জানা গিয়েছে, মেঘ ভাঙা বৃষ্টিতে(Cloudbursts) মানিকরণ-ভুন্টার রোডে সবজি বাজারের একটি ভবন ধসে পড়েছে। যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে অনেকেই শিউরে উঠেছে। সিমলায়, সমেজ খাদে একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে প্রায় ২০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। কেদারনাথের ভিম্বলির কাছে পুণ্যার্থীরা আটকে পড়েছেন।প্রশাসনের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।