খাস ডেস্ক: স্বচ্ছ ভারত প্রকল্পের দশম বার্ষিকী পূর্তি উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সারা দেশে স্বচ্ছ ভারত প্রকল্প ব্যাপক সাফল্যলাভ করেছে বলে দাবি করলেন। দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী রাজ্য সরকারগুলোর কাছে আর্জি জানিয়েছেন, স্বচ্ছ ভারত মিশন প্রকল্প যেন জেলা এবং ব্লক স্তরে বাস্তবায়িত করা হয়।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখাটা একদিনের কর্ম নয়। এটি জীবনব্যাপী কর্ম। এই প্রকল্পকে আগামী প্রজন্মগুলোকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পূর্বতন ইউপিএ সরকারকে দুষে এদিন মোদী বলেছেন, মহাত্মা গান্ধী পরিচ্ছন্নতা বজায় রাখতে যে বার্তা দিয়েছিলেন তা ইউপিএ আমলে মান্যতা পায়নি। ২০১৪ সালে যেসময় স্বচ্ছ ভারত প্রকল্প চালু হয়েছিল, সেসময়ে সারা দেশে ৬০ শতাংশ পরিবারে কোনও শৌচালয় ছিল না। এইসব পরিবারগুলোয় গত ১০ বছরে এনডিএ জমানায় শৌচাগার বানিয়ে দেওয়া হয়েছে।
এদিন প্রধানমন্ত্রী সারা দেশে স্বচ্ছতা সম্পর্কিত বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। সূত্রের খবর, এই কেন্দ্রীয় প্রকল্পগুলো বাস্তবায়িত করতে ব্যয় হবে ৯ হাজার ৬০০ কোটি টাকা। উল্লেখ্য, ২০১৪ সালে স্বাধীনতা দিবসে স্বচ্ছ ভারত প্রকল্পের সূচনা করা হবে বলে ঘোষণা করেন মোদী। কেন্দ্রীয় সরকারের দাবি, স্বচ্ছ ভারত গ্রামীণ প্রকল্পে ১০ কোটিরও বেশি শৌচাগার তৈরি করা হয়েছে। ২০১৯ সালের মধ্যে ভারতের ৬ লক্ষ গ্রামে বন্ধ হয়েছে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ।