গান্ধীনগর: পাকিস্তানের উদ্দেশ্যে যাওয়া একটি চিনা জাহাজে সন্দেহজনক যন্ত্রপাতি পাওয়া গিয়েছে৷ এই ঘটনার পরে গুজরাটের কচ্ছের পণ্ডিত দীনদয়াল পোর্ট ট্রাস্ট-কান্ডলায় (কান্দলা বন্দর) ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে৷ গত শনিবার থেকে এই মামলাটির তদন্ত চলছে। জাহাজটি যখন ভারতীয় বন্দরে আসে, তখন কর্তৃপক্ষের সন্দেহ হয়৷ তারা জাহাজটিতে ক্ষেপণাস্ত্রের মতো মেশিন এবং যুদ্ধের সামগ্রী রয়েছে বলে সন্দেহ করে৷ তার পরিপ্রেক্ষিতেই তদন্ত শুরু হয়েছে৷
বন্দর সুত্রে খবর, জাহাজটির নাম সিউইউইউন। এই জাহাজে ২২ জন ক্রু সদস্য রয়েছেন। জাহাজটি কান্ডলা বন্দরের ১৫ নম্বর জেটিতে নৌঙ্গর করে৷ শুল্ক বিভাগের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবার থেকে তদন্ত চলছে। অন্যান্য সংস্থাও তদন্তের সঙ্গে জড়িত। জাহাজটির একটি চিনা পতাকা আছে৷ তারপরে এটি থামানো হয়েছিল। পরে জানা যায়, এই জাহাজন চিন থেকে এসেছে, তা কান্ডলা হয়ে থেকে করাচি যাচ্ছিল।
জাহাজটি আটকে দেওয়ার কারণে ক্রু সদস্যরাও সমস্যা সৃষ্টি করতে শুরু করে৷ শুল্ক বিভাগের কর্মকর্তারা বলছেন,তারা জানতে পেরেছিল যে চিন থেকে গুজরাট এবং তার পরে করাচির উদ্দেশ্যে পাড়ি দেওয়ার অপেক্ষায় থাকা জাহাজটি সন্দেহজনকভাবে পরিবহণ করা হচ্ছে। যার পরে তদন্ত শুরু করা হয়েছিল।